in ,

ভাল্লাগসেভাল্লাগসে

হর্ন না বাজায়ে সবাই যদি একটুখানি ভাবে, বাংলাদেশটা আবার সোনার বাংলা হয়ে যাবে

https://www.facebook.com/profile.php?id=100014339801372

ঢাকার রাস্তায় যারা অকারণে হর্ন বাজায় তাদের বিরুদ্ধে যিনি একাই লড়াই করে যাচ্ছেন তার নাম মোমিনুর রহমান রয়েল। আমরা অনেকেই সমাজের নানান অনিয়ম দেখে এর বিরুদ্ধে সাহস করে কিছু করিনা বা বলিনা, নিজের ভেতরেই গলা টিপে মেরে ফেলি ইচ্ছাগুলোকে। কিন্তু রয়েল ভাই একটু ব্যতিক্রম, তিনি চুপচাপ সহ্য করে যাওয়া দলের কেউ নয়। তাইতো দিনের পর দিন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ করে চলেছেন আপন মনে। আমাদের কাছে পরিচিত করে তুলেছেন ব্যাঙ্গাত্মক ‘হর্ন হুদাই, বাজায় ভুদাই’ বাক্যটি। যে বাক্যটি এখন আর প্ল্যাকার্ডে নয় বরং এর সাথে আরও কিছু যোগ হয়ে এবার চলে এসেছে গানে। শুনুন এবং ছড়িয়ে দিন। এভাবেই একদিন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে একটি হর্নমুক্ত বাংলাদেশ তুলে দিতে চাই।

What do you think?

Leave a Reply

বাণিজ্য মেলার অফারগুলো যদি এমন হতো, তবে কেমন হতো তুমি বলতো?

অনলাইনে বাংলাদেশী গ্রাহকদের ১২টি উদ্ভট প্রশ্ন