in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন

মধ্যরাতে একা একা মোহাম্মদপুর চ্যানেল পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পোনা মিয়া

একা একা মধ্যরাতে মোহাম্মদপুর চ্যানেল পাড়ি দেওয়ার দুঃসাহসিকতা দেখিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পোনা মিয়া নামের এক ব্যক্তি। এ ঘটনা জানার পর শহরজুড়ে পড়ে গেছে হইচই। স্থানীয় লোকজনের বরাতে আমরা জানতে পারি মধ্যরাতে মোহাম্মদপুরের জনমানবহীন রাস্তা যেখানে কুকুরও ভয়ে রাতের বেলা বের হয় না সেখান দিয়ে পোনা মিয়া হেঁটে হেঁটে, হাতে ‘ঢালিউড’ সিগারেট ফুঁকতে ফুঁকতে মনের আনন্দে গান গেয়ে হেঁটে যাচ্ছিলেন। এমনকি পোনা মিয়ার এ সাহস দেখে মোহাম্মদপুরের স্থানীয় কামলা বাহিনীর লোকজন যাদের জন্যই সবার এই মোহাম্মদপুর ভীতি, তারাও সম্মান দেখিয়ে তাকে ঠ্যাক দেয়নি।

এদিকে আজ সকাল থেকেই পোনা মিয়ার বাড়িতে সংবাদকর্মী থেকে শুরু করে রাজনীতিবিদসহ সমাজের সকল স্তরের মানুষজনের ভীড় লেগে গেছে। আমাদের প্রতিবেদক এক চান্সে তার হাতে একটা ঢালিউড সিগারেট ধরিয়ে দিয়ে বলেন- “ভাই সাইডে আসেন কথা আছে।” তাকে এত রাতে মোহাম্মদপুর চ্যানেল পাড়ি দেওয়ার এত সাহস কই পেলেন জিজ্ঞেস করার এক পর্যায়ে তিনি বলেন- “গতকাল রাতে আমার পরকীয়া প্রেমিকার বাসায় দাওয়াত ছিলো, রাতে খাওয়া দাওয়া শেষে আমি ঢালিউড সিগারেট খেয়ে হাই হয়ে যাই, এরপর আমার মনের সকল ভয় ভীতি চলে যায়। চিন্তা করি কি আছে গেবনে! দিয়া দেই আইজ মোহাম্মদপুর চ্যানেল পাড়ি। কিন্তু পাড়ি দিয়া তো পড়লাম মহাবিপদে, সবাই এখন বাসায় আইসা বইসা আছে! আমি তো এখন বাথরুমেই যেতে পারতেসি না ভাই। প্রেমিকার বাসায় ‘সস্তাকিমের চাপ’ খেয়ে পেটের অবস্থাও ভালো না।” পরে আমাদের প্রতিবেদক তাকে বাসার দেওয়াল টপকাতে সাহায্য করলে তিনি দেওয়াল টপকে পাশের বাসায় টয়লেটে যান এবং সেইযে গেলেন, আর ফিরে এলেন না।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by বাংলার ব্যাটম্যান

It's not who you are underneath; it's how much you love "কাচ্চির আলু" that defines you.

Leave a Reply

যে ৮টি গুনের কারণে রসুনকে বলা হয় ‘পাওয়ার হাউস অব মেডিসিন অ্যান্ড ফ্লেভার’

ক্যাপ্টেন মারভেলে ‘Goose’ এর বদলে যদি বঙ্কিমচন্দ্রের “বিড়াল” থাকতো তাহলে মুভির দৃশ্যগুলো যেমন হতো