in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

মাস শেষের আগেই বুলেট গতিতে বেতন শেষ হয়ে যাওয়ার ৭টি বিড়ম্বনা

আমরা যারা চাকরি করি, তাদের মাসের শুরু এবং শেষের দিকের অবস্থার মধ্যে আকাশ-পাতাল ফারাক থাকে, সেটা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়। মাসের শুরুতে বেতন পাওয়ার সাথে সাথে থাকি বিরাট সাইজের বড়লোক, আর শেষের দিকে এসে এমন ফকির অবস্থা হয় যে, এক কাপ চা খেতে গেলেও, হিসাব করে খেতে হয়। খরচ কন্ট্রোল না করে, মাস শেষ হওয়ার আগেই যাদের বেতন শেষ হয়ে যায়, আজকের এই তালিকাটি দেখলে, নিশ্চিত তারা বলবে- “আরে! এ তো আমার জীবন থেকে নেওয়া”

১. উল্টাপাল্টা খরচের জন্য টাকা শেষ হয়ে যাওয়ায় প্রতিমাসেই আপনাকে বন্ধুদের কাছে থেকে ধার নিতে হয়

via GIPHY

 

২. মাসের প্রথম ১৫ দিন আপনার জন্য Vacation আর মাসের শেষ ১৫ দিন আপনার জন্য Recession

via GIPHY

 

৩. বাবা-মার কাছে প্রতিদিনই শুনতে হয় এবার একটু বুঝেশুনে খরচ করা উচিত আপনার

via GIPHY

 

৪. মাসের শেষ কয়েকদিন বাবা-মা এবং বন্ধুবান্ধবই আপনার শেষ ভরসা

via GIPHY

 

৫. একা থাকলে মাসের শেষ কয়েকটা দিন আপনি একজন বিশেষ ডিম এবং নুডলস বিশারদ হয়ে যান

via GIPHY

 

৬. মাসের ২০-৩০ তারিখের মধ্যে সময়টুকু ডেটে যাওয়া বা বাইরে রেস্টুরেন্টে খাওয়াটা আপনার জন্য দুঃস্বপ্নের মতো

via GIPHY

 

৭. ”সেভ হইয়াও, হইলো না সেভ” মানে প্রতিমাসেই অযথা খরচের ফাঁদে নিজে থেকেই পড়ে যান আপনি

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: ৫টি উত্তর দিন আর আমরা বলে দিব, কোন শীতকালীন পিঠাটি আপনি

ঘরের বাইরে ব্যবহারের জন্য ১০টি Portable Bluetooth Speaker যা আপনি ঘরে বসে কিনতে পারেন