in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

যে ১০টি কারনে জীবনে একবার হলেও একা থাকা উচিত

একা থাকার কথা শুনলে অনেকে ভয়ে আঁতকে উঠলেও, যারা কখনো একা থেকেছেন, তারা জানেন যে একা থাকাটা শুধু উপভোগ্য নয় নিজেকে পুরোপুরি জানার জন্য অনেক বেশি দরকারি। একা থাকার অভিজ্ঞতা পরবর্তী জীবনকে আরো অনেক বেশি সহজ করে দেয়, একবার একা থাকা শিখে গেলে আপনি বুঝতে পারবেন দিনশেষে আপনার খেয়াল রাখার জন্য আপনি নিজে ছাড়া আর কেউ নেই। আর নিজের যত্ন নেওয়া, নিজেকে সময় দেওয়া এগুলো অনেক বেশি জরুরি। তাই যত ভয়ই থাকুক জীবনে, সেই ভয়কে জয় করে একবার হলেও কেন একা থাকাটা অনেক বেশি জরুরি, তা থাকছে এই তালিকায়-

১. নিজের মত হোম রুল বানিয়ে নিতে পারবেন, তাতে নাক গলানোর মত কেউ থাকবে না

via GIPHY

 

২. নিজেকে আরো ভালোভাবে জানতে পারবেন, তাই জীবনে আসলে কি চান এটা জানতে হলেও একা থাকা উচিত

via GIPHY

 

৩. আপনি ইন্ট্রোভার্ট হলে তো কথাই নেই! একা থাকাটা আপনার জন্য স্বপ্নের মত, তবে এক্সট্রোভার্ট হলেও ব্যাপারটা আপনার জন্য খুব একটা মন্দ না

via GIPHY

 

৪. নিজের ভয়গুলোকে পাশ না কাটিয়ে, সেগুলোর সাথে যুদ্ধ করা শিখবেন

via GIPHY

 

৫. নিজের ক্ষমতার পরিধি সম্পর্কে জানতে পারবেন, ঠিক কতটুক পর্যন্ত আপনি কোন কিছু করতে পারেন

via GIPHY

 

৬. আপনি আরো প্রোডাক্টিভ হবেন, নিজের প্যাশন বা ইচ্ছাগুলোকে নিয়ে আরো বেশি কাজ করার সুযোগ পাবেন

via GIPHY

 

৭. নিজের ঘর একদম নিজের মত করে ডেকোরেট করতে পারবেন, ঘরে পোস্টার লাগান কিংবা পেইন্টিং করেন পুরোটাই একদম নিজের মনমর্জি মত করতে পারবেন

via GIPHY

 

৮. এই একা থাকার চান্সে বাধ্য হয়ে হলেও কিছু রান্না-বান্না শেখা হয়ে যাবে

via GIPHY

 

৯. রুমমেটদের ঝামেলা নিয়ে কোন চিন্তা নেই, আপনার জিনিস যেখানে খুশি সেখানে রাখতে পারবেন এবং আপনাকে জিজ্ঞেস না করে কেউ কিছু ব্যবহার করবে এই ভয়ও থাকবে না

via GIPHY

 

১০. আপনার ঘরে আপনি গান, নাচানাচি যা ইচ্ছা করেন, পূর্ণ স্বাধীনতা আপনার। সেটা নিয়ে কেউ কথা বলতে আসবে না, মানে নিজের সাথে আরো বেশি কমফোর্টেবল হয়ে যাবেন

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যদি সহজ কাজ করে লাখপতি হওয়া যেত তবে…

এই ১০টি লক্ষণ আপনার মাঝে থাকা মানে আপনি সেই লেভেলের অলস