in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যদি পাবলিক বাসে ভ্রমণ করেন তাহলে এই ১০টি ব্যাপার অবশ্যই রিলেট করতে পারবেন

মধ্যবিত্ত নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ লোকাল বাস। কারন চলাচলের জন্য সবচেয়ে সাশ্রয়ী গনপরিবহন আমাদের ঢাকা শহরে একমাত্র এটিই রয়েছে। তাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, আপনি যদি একজন লোকাল বাসের রেগুলার যাত্রী হন, তবে আপনার বাস্তব জীবনের রোজকার লোকাল বাসের যাত্রায়, নিজের সাথে বা চোখের সামনে ঘটা ঘটনাগুলো নিচেই দেখতে পাবেন।

১. বর্ষাকাল আসলেই রাস্তার কাঁদা, বাস না পাওয়া আর জ্যাম সব মিলিয়ে জীবনটা একদম নরক হয়ে যায়

via GIPHY

 

২. অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়

via GIPHY

 

৩. বাসে উঠার জন্য যে যুদ্ধ, তা পানিপথের যুদ্ধ থেকেও ভয়ানক

via GIPHY

 

৪. তিল পরিমান জায়গা নেই, এমন জায়গাতেও হেটে যাওয়ার রাস্তা বের করতে হয়

via GIPHY

 

৫. অফিস বা ক্লাসে যাওয়ার চেয়ে বেশি দুঃখ লাগে, যাওয়ার জন্য যেসব কাজ করতে হবে সেসব চিন্তা করে

via GIPHY

 

৬. ঘাম আর ঘাম, মানে নিজের ঘাম অন্যের ঘাম, সব মিলিয়ে জীবনটা ঘামেই কেটে যায়

via GIPHY

 

৭. দেশের সব বড় বড় পলিটিক্যাল অ্যানালিস্টদের দেখা পাওয়া যায়

via GIPHY

 

৮. লোকাল বাসের সিটের দখল পাওয়া, আর সোনার হরিণ পাওয়া একই কথা

via GIPHY

 

৯. মহিলার সিটে কিছু পুরুষ বসবেই

via GIPHY

 

১০. শীতের দিন জায়গাটা বেশ আরামের, কিন্তু গরমের দিনের কথা আর না বলি

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

১০০০ হাজার টাকার মধ্যে ১০টি স্পোর্টস্ হেডফোন যা আপনি ঘরে বসে কিনতে পারেন

কেয়ার এন্ড কাবলি দিয়ে গরুর কালাভুনাকে ফর্সা করার সময় হাতেনাতে আটক নড়াইলের রুবেল