in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা

বাংলাদেশিদেরকে করোনা ভাইরাস যে ৮টি ব্যাপার শেখাচ্ছে

‌“করোনা ভাইরাস” ছোট দুই শব্দের এই ভাইরাসের কাছে অসহায় এখন পৃথিবীবাসী, বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে ধীরে ধীরে। মানুষজনকে ঘরে থাকতে হচ্ছে, নিজেদের স্বাভাবিক জীবনযাপন থেকে অনেকটাই দূরে থাকতে হচ্ছে সবাইকে। তবে এই খারাপ সময়টাও আমাদের শেখাচ্ছে অনেক ভালো কিছু। নিজেদের আর্থসামাজিক অবস্থা নিয়ে অহংকার অথবা ধর্মের নামে একে অন্যের সাথে বিরোধে সবকিছুই এখন গৌণ বিষয়। কোন কিছুই কাজে লাগবে না, যদি না আপনি বেঁচে থাকেন, তাই আজকে খুঁজে বের করেছি করোনা ভাইরাস পুরো বিশ্ববাসীর মত বাংলাদেশীদেরও যেসব শিক্ষাগুলো দিয়ে যাচ্ছে। দয়া করে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবুন এবং ঘরে থাকুন, সুস্থ থাকুন।

১. করোনা আপনার আর্থিক অবস্থা, ধর্ম, বর্ণ কিছু দেখবে না আপনি তার নাগালে গেলেই সে আপনাকে জাপটে ধরবে

via GIPHY

 

২. যে শিল্পীদের আমরা সমাজের অংশই মনে করি না, তাদের ছাড়া এই Stay at home কি কাটানো যেত?

via GIPHY

 

৩. হোম কোয়ারেন্টিন কারো জন্য হলিডে হলেও, এই দেশের একটা বড় অংশের মানুষের জন্যই এটা অভিশাপ স্বরূপ। আর তাই সামাজিক বৈষম্যের দৃশ্যগুলো নগ্ন চোখে দেখতে পারছি আমরা

via GIPHY

 

৪. আমাদের ছাড়া প্রকৃতি আরো ভালো থাকে, তার প্রমান আমাদের শহরের গত কয়েকদিনের ওয়েদার রিপোর্ট, এখনই সময় সংযত হওয়ার।

via GIPHY

 

৫. পরিবারের সাথে কাটানো সময় একদম অমূল্য, যা এতদিন আমরা খেয়াল করে দেখিনি

via GIPHY

 

৬. সামাজিক জীব হয়েও অসামাজিকতাই এখন আমাদের বেঁচে থাকার একমাত্র অস্ত্র

via GIPHY

 

৭. আপনি যত বড় ক্ষমতাশালীই হোন না কেন, আপনার ক্ষমতা করোনার কাছে কিছুই না, আপনাকে এটা মেনে নিতেই হবে যে, আপনিও একজন মানুষ নামক জীব।

via GIPHY

 

৮. চিড়িয়াখানায় বন্যপ্রাণীদের কেমন লাগে নিশ্চয়ই তার কিছুটা আঁচ আমরা পেয়ে গিয়েছি?

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

হোম কোয়ারেন্টিনে প্রিয় লেখকদের ভ্রমণ বিষয়ক যে ৮টি বই অনলাইনে পড়তে পারেন

নিজের যোগ্যতা লুকাতে অফিসের বসকে যে ১০টি উপায়ে তেল দিতে পারেন