in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা

পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই, যে খাবারগুলোর উপর পড়ে ঝাঁপিয়ে দিব কাঁপিয়ে

কথায় বলে দূরত্ব নাকি প্রেম বাড়ায়, আর সে কথাটি আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এই করোনা পরিস্থিতির জন্য। করোনার কারণে অন্য সবকিছুর মত পছন্দের খাবারগুলো থেকেও থাকতে হচ্ছে দূরে, আর দূরে থেকে বোঝা যাচ্ছে তাদের আমরা কত ভালোবাসি। তাই করোনার এই প্রকোপ শেষ হয়ে সব একটু স্বাভাবিক হলেই এসব খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে একদম কাঁপিয়ে দিব।

১. কাবাব ডাকে আমায়, কাছে আয় আয়…

 

২. আলুপুরি আর ডালপুরি টকের সাথে, হারিয়ে যেতে মন চায়!

 

৩. বড় আলু লাগে ভালো, সাথে কাচ্চি বিরিয়ানী

 

৪. সিঙ্গারার সাথে পেঁয়াজ কত যে পারফেক্ট, তা কেবল আমিই জানি

 

৫. টংয়ের চা মানেই ভালোবাসা

 

৬. আর ফুচকা মানে তো প্রেম!

 

৭. চিকেন শর্মাকে খুব মিস করি

 

৮. ভেলপুরি মানেও সেম

 

৯. নান হয়ে নেহারিতে, ডুবে যেতে চায় মন

 

১০. গরম জিলাপির সাথে ভালোবাসা ফেরত চাই, থাকবো কিছুক্ষণ!

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: ৫টি উত্তরে জানুন পোষা প্রাণী হিসেবে কোন প্রাণীটি আপনার জন্য পারফেক্ট

ল্যান্ডফোন নিয়ে যে ১০টি মজার স্মৃতি অনেক বেশি মনে পড়ে