in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

বাসায় অতিথিকে গ্রিন টি পান করানোর ৭টি বিশেষ সুবিধা

টিভিতে গ্রিন টিয়ের বিজ্ঞাপনে মডেলদের খুব আয়েশ করে গ্রিন টি পান করতে দেখলেও, বাংলাদেশিদের জন্য ব্যাপারটা কিন্তু তেমন নয়। কারণ যারা গ্রিন টি পান করে অভ্যস্ত নয় বা নতুন নতুন পান করা শুরু করেছেন, তাদের কাছে চিনি দুধ ছাড়া এই পানীয়টি পান করা অনেকটা যুদ্ধের মত। তবে শুধু নিজে নয়, চাইলে বাসায় আসা অতিথিদেরও এই গ্রিন টি দিয়ে আপ্যায়ন করতে পারেন, কেন? কারণগুলো নিচে-

১. আপনি যে স্বাস্থ্য সচেতন, এটা খুব সহজে শো অফ করে ভাব দেখাতে পারবেন

via GIPHY

 

২. দুধ ও চিনির খরচ বেঁচে যাবে

via GIPHY

 

৩. বিরক্তিকর অতিথি হলে, একবার গ্রিন টি থেরাপি দিলে আর দ্বিতীয়বার আসার সম্ভাবনা থাকবে না

via GIPHY

 

৪. চায়ের সঙ্গে অন্যকিছু দেওয়ার ঝামেলা এবং খরচ দুটোই বেঁচে যাবে

via GIPHY

 

৫. আপনি যে অভিজাত শ্রেনীর লোক, এটারও হালকা পাতলা প্রমাণ দিতে পারবেন

via GIPHY

 

৬. কথা খুঁজে না পেলে, গ্রিন টিয়ের উপকারিতা নিয়ে একটা লেকচার দিয়ে ফেলতে পারবেন

via GIPHY

 

৭. নিজের গ্রিন টি পান করতে বিরক্তি লাগলে, অতিথিদের উপর দিয়ে স্টক শেষ করে ফেলতে পারবেন

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

নতুন স্মার্টফোন ব্যবহারকারী আব্বু/আম্মুর সাথে যে ৮টি অভিজ্ঞতা আমাদের সবারই হয়েছে

Quiz: ৫টি প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন বাংলার কোন মিষ্টান্নটি আপনি