আজকের তালিকায় দেয়া অনলাইন প্রেমের বিড়ম্বনাগুলোতে আপনাকে নিশ্চিত কখনো না কখনো পড়তে হয়েছে। এক্ষুনি ঢুঁ মেরে মিলিয়ে নিন আপনার সাথে ঘটেছে ঠিক কয়টা!
১. ইনবক্সে কোন কথাটি সিরিয়াস আর কোনটি জাস্ট মজা করে বলা, তা কখনোই বুঝা যায় না, তাই ভুল বুঝাবুঝি লেগেই থাকে
via GIPHY
২ . সবসময়ই ইমোজি, স্টিকার কিংবা জিফ দিয়ে মনের আসল অনুভূতি বোঝানো সম্ভব হয় না
via GIPHY
৩. আবার কে, কখন, কি করছে কিংবা কোন মুডে আছে তা অপর পাশ থেকে বোঝার কোনো উপায়ই থাকে না
via GIPHY
৪. সামনাসামনি ঝগড়ার পর হাত পা ধরে মিটমাট করা গেলেও অনলাইনে তা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়ায়
via GIPHY
৫. চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা ধরে ফেলা যায়, কিন্তু ইনবক্সে তা বোঝা একদম অসম্ভব
via GIPHY
৬. স্ক্রিনশট নামক একটা বিষয় আছে বলে, কেউ কখনো আগের কোন কথা ভুলে যায় না। এমনকি যেকোনো ঝগড়ায় তা আবার খুঁজে বের করা হয়
via GIPHY
৭. একদম একই সময়ে কে কয়জনের সাথে কথা বলছে, তা আন্দাজ করাও কিন্তু বেশ মুশকিলের ব্যাপার
via GIPHY
৮. এমনকি Goodnight বলার পরও আপনার পার্টনার আসলেই ঘুমিয়েছে কিনা, নাকি অন্য কারো সাথে কথা বলছে তা অজানাই রয়ে যায়
via GIPHY
৯. রিপ্লাই দিতে দেরি হলেই মনের মধ্যে নানান রকম সন্দেহ উঁকি দেয়
via GIPHY
১০. কার ছবিতে কে লাইক দিলো, কে লাভ দিলো, কে কার কোন স্ট্যাটাস শেয়ার দিলো তা নিয়েও চলে দফায় দফায় ঝগড়া