বেদনার যদি কোন ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেড রূপ থাকতো, তাহলে তা হতো আমাদের বাংলা সিনেমার একমাত্র ছ্যাক সম্রাট দি ওয়ান এন্ড ওনলি বাপ্পা ব্রো, আই মিন বাপ্পারাজ। সিনেমার মধ্যে তার এত বেদনা আমরা দেখেছি যে এখন আমাদের জীবনে দুঃখ পেলেই তখন নিজেকে বাপ্পারাজ মনে হয়। তাই জেনে নিন জীবনের কোন মুহূর্তগুলোয় নিজেকে আমাদের সবারই কমবেশি বাপ্পারাজ মনে হয়
১. এই গরমেও কষ্ট করে মাস্ক/পিপিই পরে বাইরে গিয়ে দেখি মানুষ দিব্যি আগের মত মাস্ক ছাড়াই আড্ডা দিচ্ছে আর ঘোরাফেরা করছে
via GIPHY
২. নিজের ক্রাশের মুখে তার ক্রাশের কথা শুনলে
via GIPHY
৩. অনেক কষ্ট করে রান্নার পর প্রচন্ড ক্ষুধা নিয়ে খাবার খেতে গিয়ে যখন একদম শুরুতেই মুখে এলাচি পড়ে
via GIPHY
৪. যখন অফিসিয়াল জুম কল/ক্লাসে মা ঘরের নিকনেমে ডেকে উঠে
via GIPHY
৫. রাতের বেলা সিনেমা দেখতে বসে ওয়াইফাই লাইন ঝামেলা করে আর তখনই দেখি মোবাইলেও এমবি শেষ
via GIPHY
৬. শীতের রাতে মাত্র একটু লেপের নিচে আরাম লাগা শুরু হতেই যখন বাথরুম ধরে
via GIPHY
৭. বাসায় কাচ্চি এনে প্যাকেট খুলে যখন দেখি তাতে কোন আলু নেই
via GIPHY
৮. অনেক প্যারা নিয়ে খেতে গিয়ে যখন দেখি রেস্টুরেন্ট বন্ধ