ত্রিশ বছর বয়সটা পার হয়ে গেলেই আপনি অফিশিয়ালি মধ্যবয়সের একদম কাছাকাছি চলে এসেছেন, এ সময়টায় জীবনে অনেক পিছুটান, বাধাও চলে আসে। চাইলেও মনের ইচ্ছা মতো অনেক কিছু আর করে ওঠা হয়না। তাই ত্রিশের কোটা পার করার আগেই কিছু কাজ সেরে ফেলুন!
১. পুরোপুরি একা কোন একটা ট্রিপ দিন
via GIPHY
২. নতুন কোন একটা ভাষা শিখুন
via GIPHY
৩. অনেকদিন ধরে কিনতে চাচ্ছেন এমন দামি কিছু একটা কিনে ফেলুন
via GIPHY
৪. যে বইগুলো পড়তে চান এবং যে সিনেমাগুলো দেখতে চান লিস্ট করে পড়া এবং দেখা শুরু করুন
via GIPHY
৫. ড্রাইভিং শিখে ফেলুন
via GIPHY
৬. রান্না-বান্না ভালোমতো শিখে ফেলুন
via GIPHY
৭. বাজেটের মধ্যে চলার অভ্যাস করুন
via GIPHY
৮. ক্যাম্পিং করুন
via GIPHY
৯. সকাল-সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করুন
via GIPHY
১০. নিজের শখের কোন একটি কাজ রোজ করুন
via GIPHY
১১. মেডিটেশন, ব্যায়াম এসব শুরু করুন
via GIPHY
১২. কাজ হোক বা পড়ালেখার সুবাদে কিছুদিনের জন্য হলেও নতুন কোন একটি জায়গায় থাকুন
via GIPHY
১৩. কোন রেস্টুরেন্টে একা বসে খান
via GIPHY
১৪. কোন NGOর সাথে ভলান্টিয়ার হিসেবে কাজ করুন
via GIPHY
১৫. অতীত নিয়ে ভাবা পুরোপুরি বন্ধ করে দিন