in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা

যেমন ছিল ছোটবেলার বিজয় দিবস, মিলিয়ে দেখুন তো আপনার স্মৃতিগুলোও কি একই কিনা?

সময়ের সাথে সাথে পাল্টায় মানুষের চাহিদা আর উদযাপন। একসময় যা ছিল অনেক আনন্দের বিষয়, এখন আর তাকে ভালো লাগে না। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমরা কেমন যেন নিরস হয়ে যাই। যেমন ধরুন, ছোটবেলায় বিজয় দিবস মানেই আমাদের কাছে একটা উৎসবের দিন ছিল। বাড়িঘর পতাকা দিয়ে সাজিয়ে ফেলা, সারাদিন টিভির সামনে বসে থাকা এসব আমাদের যে পরিমাণ আনন্দ দিত, এখন কিন্তু আর তেমন নেই। এখন বিজয় দিবস মানেই নিছক ছুটির দিন বা ঘুমানোর দিন, আমাদের অধিকাংশের কাছে। তাই একটু ছোটবেলায় ফিরে যাওয়া যাক, চলুন দেখি কেমন ছিল আমাদের ছোটবেলার বিজয় দিবসগুলো।

১. ছোটবেলার বিজয় দিবস মানে পুরো বাসা এবং বাসার ছাদ পতাকা দিয়ে সাজিয়ে ফেলা

via GIPHY

 

২. ছোটবেলার বিজয় দিবস মানে রাত ১২টায় এলাকার সবাই মিলে একসাথে জাতীয় সংগীত গাওয়া

via GIPHY

 

৩. ছোটবেলার বিজয় দিবস মানে সকালে স্কুলে টিভি ছেড়ে স্টেডিয়ামে বিভিন্ন স্কুলের অংশ্রগ্রহনে প্যারেড দেখা

via GIPHY

 

৪. ছোটবেলার বিজয় দিবস মানে দুপুরবেলা সবাই মিলে একসাথে মুক্তিযুদ্ধের সিনেমা দেখা

via GIPHY

 

৫. ছোটবেলার বিজয় দিবস মানে বাবা-মায়ের সাথে বিকেলবেলা ঘুরতে যাওয়া

via GIPHY

 

৬. ছোটবেলার বিজয় দিবস মানে গালে কপালে মেলায় গিয়ে পতাকা আঁকানো

via GIPHY

 

৭. ছোটবেলার বিজয় দিবস মানেই এইদিন কেউ পড়াশোনার কথা তুললেই উল্টা ঝাড়ি দেওয়া

via GIPHY

 

৮. ছোটবেলার বিজয় দিবস মানেই সারাদিন শেষে “হায় হায় শেষ হয়ে গেল বিজয় দিবস?” বলে সন্ধ্যায় হা-হুতাশ করা

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

F.R.I.E.N.D.S সিরিজের দৃশ্যের সাথে যে ৮টি রিয়েল লাইফ সিচুয়েশন মেলানো যায়

Quiz: কুইজ খেলে জেনে নিন মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু