in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

স্কুল খুলে দেওয়ার পর ছাত্র/ছাত্রীদের জীবনে যে ৮টি প্যারা নেমে আসবে

১২ তারিখ আবার স্কুলগুলো খুলে দেওয়া হবে প্রায় দেড়বছর পর, নতুন করে আবার স্কুলে নিজেদের বন্ধুদের সাথে একসাথে বসে স্কুল করতে পারবে ছাত্র-ছাত্রীরা। তবে এতদিনের বিরতির পরে আবার হুট করে অফলাইন ক্লাস শুরু করতে গিয়ে হয়তো নতুন কিছু প্যারার সম্মুখীন হতে হবে তাদের। আজ চলুন সেগুলোই জেনে নেই –

১. অনেকদিন পর দেখা হওয়ায় বিধিনিষেধ ভুলে গিয়ে বন্ধুদের জড়িয়ে ধরার পর মনে হবে হায় হায় এখন তো করোনা সিচুয়েশন

via GIPHY

 

২. স্কুল মনে থাকলেও, ক্লাস কোথায় সেটা মনে থাকবে না অনেকের (বিশেষ করে ব্যাকবেঞ্চারদের)

via GIPHY

 

৩. ফার্স্ট বেঞ্চাররা টিচারদের আগের হোমওয়ার্কের কথা মনে করিয়ে দিয়ে সবাইকে প্যারায় ফেলবে

via GIPHY

 

৪. অ্যাসাইনমেন্টের বদলে আবার অফলাইন মোডে পরীক্ষা দিতে গিয়ে সবার অবস্থা হয়ে যাবে বাপ্পারাজের মতো

via GIPHY

 

৫. মাস্ক খুলে ফেলায় টিচারের উত্তমমধ্যম আর বকা খেতে হবে

via GIPHY

 

৬. অনলাইন ক্লাসে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস হয়ে যাওয়ায়, অনেকে অফলাইন ক্লাসেও ঘুমাতে শুরু করবে

via GIPHY

 

৭. অনেকের স্কুলের জামাকাপড় চরম টাইট হয়ে যাবে

via GIPHY

 

৮. পড়া জিজ্ঞেস করলে অনেকে ক্লাসে বসেই “নেট চলে গেসে স্যার” এমন অজুহাত দিয়ে ধরা খাবে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: খাবার বেছে জেনে নিন নুডলসের কোন আইটেমটি আপনার খাওয়া উচিত

Quiz: কুইজ খেলে জানুন খাওয়ার সময় আপনার কোন সিরিজটি দেখা উচিত