in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

আপনারে আদর্শ বলে, আদর্শ সে-ই নয়। সমাজ যারে আদর্শ ভাবে, আদর্শ সে-ই হয়

নিজেদের অজান্তেই আমরা এমন এক সমাজ ব্যবস্থা তৈরী করেছি, যে সমাজ ব্যবস্থার রয়েছে মানুষ মাপার অদ্ভুত এক মাপকাঠি। আর এই মাপকাঠিতে নিজেদেরকে যোগ্য প্রমান করতে জন্মের পর থেকেই প্রতিযোগীতায় নেমে যেতে হয় আমাদেরকে। যেমন ধরা যাক- একজন আদর্শ পাত্র কিংবা একজন আদর্শ চাকুরিজীবি হতে গেলে এই মাপকাঠি অনুযায়ী আমাদের কিছু বিশেষ চারিত্রিক গুনের অধিকারী হতেই হবে। দুঃক্ষজনক হলেও সত্য, আমাদের এই সমাজ ব্যবস্থা চায় আমাদের প্রত্যেকের চরিত্রে সমাজের সকল প্রত্যাশার প্রতিফলন ঘটুক। তবে চলুন আমাদের কাছে সমাজের প্রত্যাশা গুলোর দিকে একটু নজর দেয়া যাক।  

 

#১ আদর্শ পাত্র

 

#২ আদর্শ পাত্রী

 

#৩ আদর্শ ছেলে

 

#৪ আদর্শ মেয়ে

 

#৫ আদর্শ বয়ফ্ৰেন্ড

 

#৬ আদর্শ গার্লফ্রেন্ড

 

#৭ আদর্শ রুমমেট

 

#৮ আদর্শ বন্ধু

 

#৯ আদর্শ চাকুরীজিবি

What do you think?

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নির্ঘাত যে ১০টি পরিস্থিতির শিকার না হয়ে উপায় নাই।

জীবনে যে আকাম গুলো না করলে ভাই-বোনদের পেটের ভাত হজম হয়না।