আগুনের ছ্যাঁকা আর প্রেমের ছ্যাঁকার মাঝে পার্থক্য হলো, আগুনের ছ্যাঁকার দাগ ঢেকে রাখা যায় কিন্তু প্রেমের ছ্যাঁকার যেই দাগ সেটা যতই লুকানোর চেষ্টা করা হোক না কেন ঢেকে রাখা প্রায় অসম্ভব। আর আমাদের দেশেতো ঘরে ঘরে প্রতিটা ছেলের এই অভিজ্ঞতা একটি জন্মগত বিষয়। অর্থ্যাৎ প্রেমের ছ্যাঁকা হলো বাংলাদেশের সবচেয়ে কমন রোগ আর তার চেয়েও বেশি কমন হলো ছ্যাঁকা খাওয়ার পর যে কাজগুলো করি তা। নিচে তেমন কিছু কমন কাজের নমুনা দেয়া হলো, নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিন কিংবা নিজের দেখা কোনো বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী অথবা আত্মীয়স্বজন কিংবা আত্মীয়স্বজনের আত্মীয়স্বজনের অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিন।
১. হাত কেটে দুঃখ কমানোর চেষ্টা করে
২. নেশা করে এক্স গার্লফ্রেন্ডকে ভুলে থাকার চেষ্টা করে
৩. বিষ দিয়ে বিষ কমবে ভেবে বেশি বেশি দুঃখের গান শোনে
৪. যে যাবার সে চলে গেছে এই চিন্তায় নিজেকে পুনরায় উজ্জীবিত করে নতুন গার্লফ্রেন্ড খোঁজা শুরু করে
৫. সারাদিন ফ্রেন্ডদের কাছে সদ্য চলে যাওয়া প্রেমিকা কি কি করতো তা নিয়ে বকবক করে
৬. গেমস খেলে স্মৃতি ভুলে থাকার চেষ্টা করে
৭. বন্ধুদের বলে বেড়ায়- “মামা কি প্যারা থেকে যে মুক্তি পাইলাম কইয়া বুঝাইতে পারুমনা”
৮. বেশি বেশি খাওয়া দাওয়া করে
৯. সিগারেট, গাঁজা যা কিছু মেয়ের জন্য ছেড়েছিল, সেগুলো আবার শুরু করে নিজেকে হিরো ভাবতে শুরু করে
১০. বিসিএস ক্যাডারের পিছে মেয়েদের লাইন পড়ে যায় ভেবে কেউ কেউ ধুমসে বিসিএস পড়া শুরু করে
১১. বাকি বন্ধুদেরকে রিলেশনশিপে যাইতে কনফিউজড করে
১২. রিলেশনশিপে থাকা বন্ধুদের দেখলেই হিংসে করে
১৩. Health is Wealth তাই জিমে যাওয়া শুরু করে
১৪. লাভ গুরু টাইপ এডভাইস দেয়া শুরু করে দেয়
১৫. শুধুমাত্র মেয়েদেরকেই নক দিয়ে বলে, “আমার কিছু ভাল লাগেনা”
১৬. এক্সের পিছে স্পাই এর মতো লেগে থাকে, জানে কোনদিন ফিরে আসবেনা,তবুও কারন ছাড়া খবর নেয়, আশেপাশের গ্রাম-মহল্লা-কলেজ-ভারসিটি তে বলে বেড়ায়
১৭. “I deserve better” এই ভেবে নিজেকে সান্তনা দিতে থাকে
এই অস্থির কন্টেন্টখানা তৈরীতে আমাদেরকে সাহায্য করেছেন
Kacchir Alu by Bengal Beats
ফেইসবুক গ্রুপের এর অস্থির সদস্যগন!