in ,

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

টিচারদের এই ১০টি ডায়ালগ শোনেনি এমন কেউ নেই! ১০০% গ্যারান্টি!

ভাই, স্কুল জীবনে টিচারদের এমন কথা শোনেনি এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আর কেউ যদি সত্যিই এরকম কথা না শুনে থাকেন, তাহলে তাকে বলবো- আপনার জীবনের ষোল আনাই বৃথা, আপনার এক্ষুনি আবার স্কুলে ভর্তি হয়ে এরকম বিখ্যাত ডায়ালগগুলো শুনে আসা উচিত। আরেকটা অবাক বিষয় কি কখনো খেয়াল করেছেন? আমাদের দেশের যে কোনো স্কুল টিচারদের ডায়ালগগুলো কিন্তু ভাই একই ধরণের। অর্থাৎ স্কুল আলাদা, টিচার আলাদা অথচ ডায়ালগ একই। কি অদ্ভুত? এটা কিভাবে সম্ভব হলো বলুন তো?

 

১. এটা কি ক্লাস নাকি মাছের বাজার?

 

২. খেতে তো ভুলিসনা হোমওয়ার্ক ভুলিস কেন?

 

৩. তোর বন্ধু খেলে তুই ও খাবি?

 

৪. এটা আমার দেখা সবচে বাজে ব্যাচ

 

৫. ঘুমানোর জন্য কি বালিশ এনে দিবো

 

৬. আমি চাই ক্লাসে পিনড্রপ সাইলেন্স

 

৭. হাঁসছিলি ক্যান বল আমরাও একটু হাঁসি

 

৮. কাল থেকে তোকে যেন সামনের বেঞ্চে দেখি

 

৯. যারা যারা পড়ে আসিসনি কান ধরে দাঁড়া

 

১০. কালকেই চুল কেটে আসবি

What do you think?

Leave a Reply

জনপ্রিয় যে ১০ টি বাংলা গান এতদিন শুধু শুনেই গেছেন, কিন্তু এগুলোর পেছনের গল্পটা জানেন তো?

চেনা টুথপেস্টের ৮টি অচেনা ব্যবহার