in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

আমার সেলফি আমি তুলবো যেভাবে খুশি সেভাবে তুলবো।

সেলফি একটি গনতান্ত্রিক অধিকার। অর্থাৎ আমার সেলফি আমি তুলবো, যেভাবে খুশি সেভাবে তুলবো। ঘরে তুলবো, বাইরে তুলবো। অফিস, বাজার, বাস সবখানে তুলবো। কিন্তু সেলফিরও তো ভাই নানান প্রকার আছে। তাই সেলফি তোলার আগে আসুন জেনে নেই চোখের সামনে ঘুরে বেড়ায় এমনসব পরিচিত সেলফির রকমফের। তবে আপনি সেলফিবাজ হয়ে থাকলে আপনার জন্যে অ্যালবামটি SHARE করা ১০০% বাধ্যতামূলক এবং চাইলে Photo Comment করতে পারেন আপনার নিজের তোলা সেলফিটিও !!

 

১. পাউট সেলফি

 

২. ফ্র্যাকচার সেলফি

 

৩. পেট সেলফি

 

৪. বেস্ট ফ্রেন্ড সেলফি

 

৫. মেকাপ সেলফি

 

৬. গ্রূপ সেলফি

 

৭. অফিস সেলফি

 

৮. গুডনাইট সেলফি

 

৯. বাথরুম সেলফি

 

১০. রেস্টুরেন্ট সেলফি

What do you think?

আসল বুদ্ধিমানেরা যে ৮টি কাজ এড়িয়ে চলে!

বাংলাদেশীদের অদ্ভুত লজিক নাকি অদ্ভুত লজিকের বাংলাদেশী?