in , ,

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা

ছোট্ট বেলায় মহাকাশ নিয়ে যে ৯টি ভুল ধারণা আমাদের সবার মধ্যেই ছিল

IN ASSOCIATION WITH  YOUTHPRENEUR NETWORK

ছোটবেলায় মহাকাশ সম্পর্কিত জিনিস নিয়ে মোটামুটি আমাদের সকলেরই কম বেশি কিছু অদ্ভুত ধারণা ছিল। এই যেমন ধরা যাক ছোটবেলায় আমরা বিশ্বাস করতাম রাতের বেলায় চাঁদের আলোয় আমাদের চারপাশ আলোকিত হয়ে ওঠে কিংবা তারাগুলো দেখতে পাঁচ কোনাকৃতির। আকাশ হয়তো স্পর্শ করে দেখা যায় কিংবা তারা খসে পড়ার সাথে সাথে কোনো ইচ্ছা পোষণ করলে তা পূরণ হয়।

মহাকাশ নিয়ে ছোট্ট বেলার সেই সব বিশ্বাস গুলো নিয়েই এই আর্টিকেলটি। 🙂

 

১. মানুষ মারা গেলে তারা হয়ে যায়

 

২. চাঁদে একজন বুড়ি আছে যে চরকা কাটে

 

৩. তারা দেখতে পাঁচ কোণাকৃতির

 

৪. চাঁদও আমাদের সাথে সাথে হাঁটে

 

৫. সূর্য উদিত হয় এবং অস্ত যায়

 

৬. আকাশ স্পর্শ করা যায়

 

৭. পুরো পৃথিবীটা ফ্ল্যাট

 

৮. তারা খসে পড়ার সময় কোন উইশ করলে তা পূরণ হয়

 

৯. চাঁদ রাতে আলো দেয়

 

কিন্তু সত্যিই কি তাই? একদমই না। 🙂

 

3RD National Space Carnivalএ রেজিস্ট্রেশন করতে এবং এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন –https://bit.ly/2QPI9dY

What do you think?

Written by বাংলার ব্যাটম্যান

It's not who you are underneath; it's how much you love "কাচ্চির আলু" that defines you.

হুমায়ুন আহমেদের “দেবী” থেকে…

যে ১০টি মুহূর্তে শুধু আল্লাহর কাছে বিচার দেয়া ছাড়া আর কোনো উপায় নেই