IN ASSOCIATION WITH YOUTHPRENEUR NETWORK
ছোটবেলায় মহাকাশ সম্পর্কিত জিনিস নিয়ে মোটামুটি আমাদের সকলেরই কম বেশি কিছু অদ্ভুত ধারণা ছিল। এই যেমন ধরা যাক ছোটবেলায় আমরা বিশ্বাস করতাম রাতের বেলায় চাঁদের আলোয় আমাদের চারপাশ আলোকিত হয়ে ওঠে কিংবা তারাগুলো দেখতে পাঁচ কোনাকৃতির। আকাশ হয়তো স্পর্শ করে দেখা যায় কিংবা তারা খসে পড়ার সাথে সাথে কোনো ইচ্ছা পোষণ করলে তা পূরণ হয়।
মহাকাশ নিয়ে ছোট্ট বেলার সেই সব বিশ্বাস গুলো নিয়েই এই আর্টিকেলটি। 🙂
১. মানুষ মারা গেলে তারা হয়ে যায়
২. চাঁদে একজন বুড়ি আছে যে চরকা কাটে
৩. তারা দেখতে পাঁচ কোণাকৃতির
৪. চাঁদও আমাদের সাথে সাথে হাঁটে
৫. সূর্য উদিত হয় এবং অস্ত যায়
৬. আকাশ স্পর্শ করা যায়
৭. পুরো পৃথিবীটা ফ্ল্যাট
৮. তারা খসে পড়ার সময় কোন উইশ করলে তা পূরণ হয়
৯. চাঁদ রাতে আলো দেয়
কিন্তু সত্যিই কি তাই? একদমই না। 🙂