in ,

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

ছোটবেলায় শেখা ১০টি ছড়া যা কখনো ভুলে যাওয়ার নয়!

যত দিন যায় ততই আমাদের ছোটবেলার ফেলে আসা স্মৃতিগুলো আমাদের জীবন থেকে মুছে যেতে থাকে। তবে কিছু বিষয় কখনোই মুছে যাওয়ার নয়। যেমন আমাদের জীবনে শেখা প্রথম ছড়াগুলি। কারণ ছোটবেলায় এসব ছড়ায় চরে মনে মনে কত অজানা জায়গায় যে ঘুরে বেড়িয়েছি তার কোনো হিসেবে নেই। আর তাই এখনও যদি আপনি সেই ছড়াগুলি পড়তে শুরু করেন আমরা নিশ্চিত করে বলতে পারি যে আপনি এক মুহূর্তেই চলে যাবেন আপনার সেই হারানো দিনগুলিতে।

 

১.

আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ
এতো ডাকি তবু কথা, কয়না কেন বউ

 

২.

চাঁদ উঠেছে ফুল ফুটেছে; কদমতলায় কে?
হাতি নাচছে ঘোড়া নাচছে; সোনামনির বে

 

৩.

আম পাতা জোড়া জোড়া; মারবো চাবুক চড়বো ঘোড়া
ওরে বুবু সরে দাঁড়া; আসছে আমার পাগলা ঘোড়া
পাগলা ঘোড়া খেপেছে; ছাবুক ছুঁড়ে মেরেছে

 

৪.

সকালে উঠিয়া আমি মনে মনে বলি; সারাদিন আমি যেন ভালো হয়ে চলি
আদেশ করেন যাহা মোর গুরু জনে; আমি যেন সেই কাজ করি ভালো মনে
ভাই বোন সকলেরে যেন ভালোবাসি; এক সাথে থাকি যেন সবে মিলেমিশে

 

৫.

বাবুরাম সাঁপুড়ে কোথায় যাস বাপুরে
আয় বাবা দেখে যা; দুটো সাপ রেখে যা
যে সাপের চোখ নেই; শিং নেই নখ নেই
ছোটে নাকি হাটে না; কাউকে যে কাটে না

 

৬.

নোটন নোটন পায়রা গুলি ঝোটন বেঁধেছে;  ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে
দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে; কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে
দাদার হাতে কলম ছিলো ছুঁড়ে মেরেছে; ঊঃ বড্ড লেগেছে

 

৭.

ঘুম পাড়ানী মাসি পিসি মোদের বাড়ি এসো; খাট নেই পালং নেই চৌকি পেতে বসো
বাটা ভরা পান দেব গাল ভরে খেয়; বিন্নি ধানের খই দেবো আঁচল পেতে নিও

 

৮.

দোল দোল দোলনি; রাঙা মাথায় চিরুনি
বড় আসবে যখনি; নিয়ে যাবে তখনি

 

৯.

ভোর হলো দোর হলো খুকুমনি ওঠ রে; ঐ ডাকে যুই-শাখে ফুল-খুকি ছোটরে।
খুলি হাল তুলি পাল ঐ তরী চললো; এইবার এইবার খুকু চোখ খুললো।
আলসে নয় সে উঠে রোজ সকালে; রোজ তাই চাঁদা ভাই টিপ দে কপালে।

 

১০.

খোকা ঘুমালো পাড়া জুড়ালো; বর্গী এলো দেশে।
বুলবুলিতে ধান খেয়েছে; খাজনা দেবে কিসে ?

What do you think?

যে ১৩টি সারভাইভাল টিপস সম্পর্কে না জানলে আপনার পক্ষে বাংলাদেশে বাস করা দুষ্কর

চলিতেছে! DHALLYWOOD Wrestling Championship! সরাসরি গ্যালারিতে (ফটো) গিয়ে খেলাটি উপভোগ করতে এক্ষুনি ক্লিক করুন!