in ,

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

জীবনে যে আকাম গুলো না করলে ভাই-বোনদের পেটের ভাত হজম হয়না।

ভাই-বোন মানেই সারাদিন ব্যাপী নানান কান্ডকীর্তি। এই ঝগড়া তো এই খুনসুঁটি। এই মুহূর্তে অতি মাত্রায় অপমান তো তার ঠিক পরের মুহূর্তেই আবার সবকিছু ঠিকঠাক। আসলে বিশেষ কিছু কথা আর কাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদের সহজ স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে ফেলাই হলো ভাই-বোনদের একমাত্র কাজ। যেমন ধরুন- আপনি বাথরুম থেকে বের হওয়ার সময় টের পেলেন বাইরে থেকে খুবই দক্ষতার সাথে চুপচাপ কে যেন ছিটকিনি লাগিয়ে দিয়ে চলে গেছে। কিংবা সারাদিন বাইরে থেকে বাসায় এসে যেই না টিভির সামনে বসলেন অমনি কোত্থেকে যেন ছুটে এসে আপনার রিমোটখানা পুরোদমে দখলে নিয়ে নিলো, আবার যখনই আপনি এর প্রতিবাদ করতে গেলেন তখন উল্টো মা’কে ডেকে আপনার নামেই নালিশ দেয়া হলো। সত্যি বলতে ভাই-বোনদের এমন হাজারো অন্যায় অবিচারের মূহুর্তের কথা কখনো লিখে শেষ করা সম্ভব না। কিন্তু তারপরও এবার আপনাদের জন্য থাকছে বিশেষ কিছু ঘটনা যা নিয়ে কথা না বললেই নয়। দেখুনতো আপনার জীবনের কোন অভিজ্ঞতা এখানে খুঁজে পাওয়া যায় কিনা

 

১. যখন কোন গোপন বিষয় নিয়ে ব্ল্যাকমেইলিং চলে

 

২. টিভিতে কোন কুৎসিত চরিত্র দেখলেই বলা “এটা তুই “

 

৩. যখন কোন কিছু করার থাকেনা অযথাই এসে বিরক্ত করে

 

৪. রিমোট যুদ্ধে পরাজিত হবার পর সে যা দেখবে তা দেখতে বাধ্য করে

 

৫. মারামারিতে পরাজয় নিশ্চিত জেনে চিৎকার করে বাবা-মা কে ডাকে

 

৬. যখন পিৎজার শেষ স্লাইসটা ও খেয়ে নেয়

 

৭. যখন তুচ্ছ কোন ঘটনা নিয়ে হাসিতে লুটোপুটি খায়

 

৮. যখন সকালের আরামের ঘুমটা নষ্ট করে দেয়

 

৯. যখন বাহিরে থেকে বাথরুমের দরোজা লাগিয়ে মজা নেয়

 

 

১০. যখন নিজের খেলনা ভেঙে ফেলার পর তোমার খেলনায় চোখ দেয়

 

১১. যখন তোমার পক্ষ না নিয়ে বাবা-মার পক্ষ নেয়

 

১২. যখন নালিশ দেয়ার কারণে মা-এর বকুনি খেতে হয়

 

১৩. রাগানোর জন্য যখন বলে, তোকেতো ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছে আব্বু

What do you think?

আপনারে আদর্শ বলে, আদর্শ সে-ই নয়। সমাজ যারে আদর্শ ভাবে, আদর্শ সে-ই হয়

যেই ৮টি বিরক্তিকর ব্যাপার যা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত বিরক্তই করে যাবে