আমাদের চারপাশের অনেক কিছুই বাহ্যিক ভাবে পরিপূর্ন মনে হলেও সত্যিকার অর্থে বিষয়গুলো একদমই ফাঁপা। অর্থাৎ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা এমন একটি সমাজ ব্যবস্থাকে বেছে নিয়েছি যা আমাদেরকে সত্যিকারের বেঁচে থাকা থেকে প্রতিনিয়ত অনেক দূরে সরিয়ে দিচ্ছে। তাই খুব স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে যে, আমরা কি আধুনিক হওয়ার নামে সত্যিই আধুনিক হচ্ছি, নাকি নিজেদেরকে বাহ্যিক সুন্দরের পোশাকে ঢেকে নিয়ে একটি ফাঁপা জীবন নিয়ে সুখী হওয়ার অভিনয় করে যাচ্ছি। আর যদি তা-ই হয় তাহলে আমাদের এই জীবন ব্যবস্থা কি সত্যিই সঠিক পথে এগিয়ে যাচ্ছে?
১. সবসময় ONLINE কিন্তু কখনোই AVAILABLE না
২. RESTAURANT ভরা মানুষ কিন্তু বাসার DINING TABLE ফাকা
৩. বিশাল বড় FRIEND LIST কিন্তু আসল বন্ধু হাতে গোণা
৪. প্রচুর গাড়ি কিন্তু খুব অল্প সংখ্যক দক্ষ চালক
৫. অসংখ্য SELFIE কিন্তু খুব অল্পই FAMILY PHOTO
৬. অনেকগুলো RELATIONSHIP কিন্ত ভালোবাসার বড্ড অভাব
৭. অনেক টাকা কিন্তু SATISFACTION নেই
৮. প্রচুর SCHOOL কিন্তু অল্প খেলার মাঠ
৯. চারপাশে অনেক ভীড় কিন্তু আসলে একা
১০. OFFICE HOUR অনেক দীর্ঘ কিন্তু FAMILY-র জন্য সময় খুবই সল্প