in , , ,

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম

‘দেবী’ ছাড়াও মিসির আলীকে নিয়ে হুমায়ূন আহমেদ এর ৭টি জনপ্রিয় বই যেগুলো অবসর সময়ে পড়ে দেখতে পারেন

মিসির আলীর নাম শুনেনি এমন মানুষের সংখ্যা বাংলাদেশে কমই আছে। হুমায়ূন আহমেদ এর অসম্ভব জনপ্রিয় একটি চরিত্র মিসির আলী। প্রচণ্ড বুদ্ধিমান একজন ব্যক্তি যিনি নিজের যুক্তি খাটিয়ে বিভিন্ন রহস্যের সমাধান করেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে মিসির আলীর ‘দেবী’ চলচ্চিত্রটি। মূলত হুমায়ূন আহমেদ এর ‘দেবী’ বইটির আলোকে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সিনেমাটি নিয়েও বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। যদি ‘দেবী’ নিয়ে এত হইচই দেখে আপনি হুমায়ূন আহমেদ এর মিসির আলীকে মিস করতে শুরু করেন অথবা মিসির আলীর রহস্যঘেরা আরো কিছু গল্প জানতে চান তবে মিসির আলীর যে বইগুলো না পড়লেই নয় সেসব বইয়ের একটি তালিকা দেয়া হলো আপনার জন্য-

 

১. নিশীথিনী

দেবীর দ্বিতীয় পর্ব নিশীথিনী। দেবী প্রকাশের পর পাঠকদের প্রচুর সাড়া আর কৌতুহলের জন্য এই দ্বিতীয় অংশ প্রকাশিত হয়। তবে এটি একটি পুর্নাঙ্গ উপন্যাস। দেবী দেখার পর অথবা পড়ার পরে যদি রহস্যের বাকি অংশটা জানতে চান তাহলে এই বইটা পড়ে দেখতেই হবে! দেবীর রহস্য কি শেষমেষ ভেদ করা সম্ভব হয় নাকি না, সেটা এই বই না পড়লে বুঝতে পারবেন না।

২.বৃহন্নলা

এই বইটা নিঃসন্দেহে মিসিরআলী সিরিজের অন্যতম সেরা বই। প্রচন্ড রোমাঞ্চকর কাহিনী যা পাঠককে চমকে দেবার মত! নিশিরাতের গল্পটা একদম লোমহর্ষক বলা চলে। আর যুক্তি দিয়ে মিসির আলীর রহস্য সমাধান করাটাও ছিল নিখুঁত। যারা এখনো এই লেখা পড়েননি তারা জানেনইনা কি মিস করেছেন!

৩. মিসির আলীর অমিমাংসিত রহস্য

আসলেই কি এইবার মিসির আলী ঘটনার মিমাংসা করতে অক্ষম হবেন? নাকি শেষ মূহুর্তে সবাইকে চমকে দিয়ে রহস্য ভেদ করে ফেলবেন! একদম শেষ পাতা পর্যন্ত উত্তেজনা ধরে রাখতে পারবে এই বইটা।

৪. আমি এবং আমরা

এটা একদম পারফেক্ট সাইকো থ্রিলার। শেষ অংশে এসে বড়সড় একটা ধাক্কা খাবে পাঠক। মিসিরআলী সিরিজের সবচেয়ে দুর্দান্ত কাহিনী গুলোর মধ্যে এটা একটা। মুগ্ধতার একটা ঘোরের মধ্যে থাকবেন কিছুক্ষণ বইটা পড়ার পর।

৫. তন্দ্রাবিলাস

মিসির আলীর মতে জগতের সকল রহস্যেরই সমাধান আছে। যথেষ্ট ভৌতিক ঘটনার উল্লেখ আছে এই বইয়ে যার যুক্তি পূর্ণ ব্যাখ্যা দিয়ে রহস্য ভেদ করেছেন মিসিরআলী। তবে কিছু খটকা যেন থেকে যায় এই বইয়ে। তন্দ্রাবিলাস নামটা সুন্দর হলেও তন্দ্রাবিলাসের জগৎটা কতটা রহস্যময় এইবইটা পড়লে বুঝা যাবে।

৬. আমিই মিসির আলী

এটাও মিসির আলী সিরিজের বেশ জনপ্রিয় একটা বই। গল্প যতই আগায় তা ভিন্ন ভিন্ন দিকে মোড় নেয়া শুরু করে।একসময় মিসির আলী নিজেকেই একটা বিশাল সমস্যারমধ্যে আবিষ্কার করেন। গল্পের শেষটা হয়তো অনেকের মনপুত হবেনা তবে নিঃসন্দেহে যে কেউ এই বইয়ে ডুবে থাকতে বাধ্য।

৭. মিসিরআলী Unsolved

অতিবুদ্ধিমান হয়েও মিসির আলী কিছু রহস্য ভেদ করতে ধরা খেয়েছেন। তার সেই সব গৌরবময় পরাজয়ের গল্পগুলো লিখে রেখেছেন তার Unsolved খাতায়। সেই গল্পগুলো নিয়েই এই বই। ছোট ছোট অমিমাংসিত গল্পগুলো পড়ে পাঠক যথেষ্ট মজা পাবেন।

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

বাঙালী যে মুখে এক আর মনে আরেক, তার কিছু জ্বলন্ত উদাহরণ ( ভিডিও ছাড়া)

আমাদের দেশে মেয়ে বিয়ে দিয়ে দেয়াটাই যখন সমাধান, তখন…