in ,

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

নারীদের পাশে থাকতে একজন বাবা, ভাই, স্বামী, পুত্র কিংবা বন্ধুর দৃষ্টিভঙ্গি যেমনটা হওয়া উচিত।

নারীশক্তিকে অস্বীকার করে পৃথিবীর কোন দেশই নিজেদেরকে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেনি। কেননা নারীরা হলো সমাজের মূল চালিকাশক্তির একটি বিশাল অংশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে এখনো নারীদেরকে আলাদা চোখে দেখা হয়। এর ফলে কেউ যদি আপনাকে এসে বলে, “ভাই আমার বোনটা আজকে অনেক রাত করে বাড়ি ফিরেছে কিন্তু আমি তাতে গর্বিত”। আপনি হয়তো শুরুতে একটু ধাক্কা খাবেন, কেননা এধরণের কথার সাথে আমরা কিংবা আমাদের সমাজ এখনো পরিচিত নয়। আমরা বিশ্বাস করি, একজন নারী রাত করে ঘরে ফেরা কিংবা একজন নারী দিনের পর দিন ঘরের বাইরে থাকা মানেই সে খারাপ কোন কাজের সাথে জড়িত নয়। তাই আমরা এমন একজন বাবা, একজন ভাই, একজন স্বামী এবং একজন পুত্রের চরিত্র কল্পনা করার চেষ্টা করেছি যারা কিনা তাদের পরিবারের নারীদেরকে নিজেদের মত করে কাজ করতে দিয়ে এবং পাশে থেকে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছে। কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং নারীদের অবদান অনেক বেশি জরুরী। আসুন নারীদের প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গি বদলে দেশটাকে একসাথে এগিয়ে নিয়ে যেতে নারীর পাশে দাঁড়িয়ে সবাই একসাথে কাজ করি।

 

#১

 

#২

 

#৩

 

#৪

 

#৫

 

#৬

What do you think?

রাবা খানের বইয়ের অনুপ্রেরণায় ইউটিউবার হয়ে গেলেন বাবার বাবা আব্দুর রহমান বদি

এভাবে আর কতদিন মেয়েদেরকে বস্তু হিসেবে গণ্য করা হবে? এসবের শেষ কোথায়?