in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

পরীক্ষার নিয়ে যে ৮ টি প্রার্থনা মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে!

ছাত্রজীবনের সবচেয়ে বড় আতংকের নাম, পরীক্ষা। পরীক্ষাতো না, মনে হয় যেন একেকটা সাক্ষাৎ পুলসিরাত। তাই পরীক্ষার এই কঠিন মুহূর্তগুলো সহজে পার করার জন্য যিনি জীবনেও কোনোদিন প্রার্থনা করেনি তিনিও মনে মনে নানান রকম প্রার্থনা করতে থাকেন। আর এই প্রার্থনার মাত্রা পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে থেকে শুরু করে একদম পরীক্ষার হল পর্যন্ত ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। তবে ভাই দুঃখজনক হলেও সত্য যে, প্রার্থনা যতই হোক, দিন শেষে কিন্তু নিজের পথ নিজেকেই পার হতে হয়।

 

১. অবজেকটিভ প্রশ্নগুলো যেন গাইড থেকেই  আসে !

 

২. হলে স্যারের মুড যেন ভালো থাকে !

 

৩. খাতা দেখার সময় স্যারের বৌয়ের সাথে ঝগড়া যেন না হয় !

 

৪. পরীক্ষার হলে সামনে – পিছে যেন ভালো স্টুডেন্ট পড়ে !

 

৫. পরীক্ষার হলে ফার্স্ট বেঞ্চে যেন সিট না পড়ে !

 

৬. হে খোদা, এই পরীক্ষাটা কোনমতে পার করায় দাও ! পরেরটার জন্য ঠিকমত পড়বো।

 

৭. প্রশ্ন যেন পানির মত সোজা হয় !

 

৮. মেজিস্ট্রেট যেন হলে বেশিক্ষণ না থাকে !

What do you think?

আব্বা – আম্মার সাথে আমার ১১টি Whatsapp কনভার্সেশন যা দেখে না হেসে পারবেন না

বিশ্ব বিখ্যাত ব্যক্তিদের ১৩টি উক্তি যা ১০০% ভুয়া