কোথাও ঘুরতে গেলে কি পরিমান এবং কি কি ধরণের আনন্দ হতে পারে সেটা একমাত্র তখনই বোঝা যায় যখন আমরা কাছের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাই। কিন্তু মুশকিল হলো সব বন্ধুদের নিয়ে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার আগে হাজার রকম ঝামেলা তৈরী হয়। প্রথমত, প্ল্যান করার সময় ২০ জন রাজি থাকলেও যাওয়ার আগে দেখা যায় সেই সংখ্যা নেমে আসে ৫ এ কিংবা কখনো কখনো সেটা আরও কম। তার উপর যাওয়ার জন্যে যে যার নিজের মতন করে প্ল্যান নিয়ে ঝামেলা বাঁধায়। যেমন ধরা যাক, কেউ চায় এ/সি বাসের পক্ষে আবার কেউ টাকার কথা চিন্তা করে ভাবে নন এ/সি বাসের কথা। শুধু এখানেই নয়, ঘুরতে গিয়েও শুরু হয় নতুন নতুন ঝামেলা, কেউ ঘুমিয়ে সময় পার করে দিচ্ছে আবার কেউ দেখা গেলো পকেট থেকে এক টাকা এক টাকা করে একদম গুনে গুনে প্রতিটি টাকা খরচ করছে।
তবে মজার বিষয় হলো, বন্ধু ছাড়া যেমন ঘুরতে যাওয়া বৃথা তেমনি এ ধরণের ঝামেলা ছাড়া কোনো কিছু ভাবাও বৃথা। অর্থ্যাৎ পুরো জার্নিটা উপভোগ করতে হলে আপনাকে এইসব ঝামেলার ভিতর দিয়েই যেতে হবে। আর তাই বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে যে ঝামেলাগুলো খুব বেশি চোখে পড়ে সেগুলোই থাকছে আপনাদের জন্য-
১. Plan করার সময় ২০ জন Ready সময় এলে ২ জনকেও পাওয়া যায় না
২. একদল AC বাস চায় আরেক দল চায় Non-AC
৩. কিছু বন্ধু আছে যারা Trip-এ গিয়েও বেলা করে ঘুম থেকে উঠে
৪. কিছু বন্ধু আছে যারা শুধুই সেলফি আর চেক-ইন দেবার জন্য Trip-এ যায়
৫. কোন কোন বন্ধুর Trip-এ গেলেই পেট খারাপ হয়
৬. কেউ কেউ আছে চরম কিপটা Trip-এ গিয়েও খরচ করতে চায়না
৭. কিছু কিছু বন্ধু আছে সবসময় মোবাইল Charger নিতে ভুলে যায়
৮. কিছু বন্ধু প্রতি Trip-এ নতুন কোন মেয়ের উপর Crush খায়
৯. কোন কোন বন্ধু Trip-এ গিয়েই কবি হয়ে যায়
১০. কিছু কিছু বন্ধু Trip-এ গিয়েও অফিস নিয়ে Busy থাকে