কম হোক বা বেশি হোক, দিনের কিছুটা সময় আমরা সবাই ফেসবুকে কাটাই। তাই যেসব বিশিষ্ট (মানে একটু বেশিই বিশিষ্ট) ভাইয়া আর আপুদের উপস্থিতি ফেসবুকের সর্বত্র ব্যাপী ছড়িয়ে আছে তাদেরকে আমরা কেন, স্বয়ং মার্ক জুকারবার্গ নিজেও এড়িয়ে চলতে পারেনা। তাই হঠাৎ মনে হলো এদের কথা একটু উল্লেখ না করলেই নয়। দেখুনতো এদেরকে কেউ আপনার ফ্রেন্ডলিষ্টেও আছে কিনা-
১. সহমত ভাই

২. সাজ বিশেষজ্ঞ আপু

৩. স্রোতের বিপরীতে একজন

৪. মিমের কারিগর

৫. ফেসবুক সেলিব্রেটি

৬. চিরদুঃখী

৭. মুতিভেশনাল স্পিকার

৮. উদ্ভট স্টোরি টেলার

৯. লাইক প্রদানকারী

১০. গ্রুপ অ্যাডমিন


