in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

যেই ৮টি বিরক্তিকর ব্যাপার যা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত বিরক্তই করে যাবে

একবার চিন্তা করে দেখেন- আপনি খুব মজা করে পোলাও অথবা বিরিয়ানি গিলছেন আর গ্লাস ভর্তি বোরহানিতে একটু পর পর চুমুক দিচ্ছেন কিন্তু হঠাৎ করেই দাঁতের নিচে পড়লো একটা ছোট্ট এলাচি। ব্যস, একদম পুরো মজাটাই সাথে সাথে আপনার মুখ থেকে কোথায় যেন উড়ে চলে গেল। কিংবা খুব প্রয়োজনীয় ভিডিও দেখছেন আর ঠিক তখনই শুরু হলো বাফারিং। এ কি আর যেমন তেমন বাফারিং! ব্যস, ভিডিও দেখার ইচ্ছাই নষ্ট হয়ে গেলে তাই ভিডিওটি বন্ধ করে দিয়ে চুপ খেয়ে গেলেন পুরোদমে। আহারে জীবন! আহা জীবন! সত্যি বলতে, জীবনটা আসলকে এমনই হয়। কোত্থেকে যেন ঝামেলাগুলো উড়ে এসে বিরক্তিকর একটা পরিস্থিতিতে ফেলে দিয়ে চলে যায়। এরকম কিছু অতি বিরক্তিকর ঘটনাগুলোই থাকছে আমাদের এই আর্টিকেলে। দেখুনতো এখানে আপনার কোন পরিচিত ঘটনার সাথে মিলে যায় কিনা! তাহলে এক্ষুনি SHARE করে প্রকাশ করুন আপনি ঠিক কতটা বিরক্ত এমন ঘটনাগুলোর উপর!

 

১. প্যাচানো হেডফোন

 

২. চার্জার প্লাগে কিন্তু সুইচ অফ

 

৩. চায়ে বিস্কিট পড়ে যাওয়া

 

৪. ক্যান্ডি ক্রাশ রিকোয়েস্ট

 

৫. ধীর গতির লাইনে দাঁড়িয়ে থাকা

 

৬. খেতে গিয়ে মুখে এলাচি

 

৭. ঘুমের সময় অল্প খুলে থাকা দরজা

 

৮. ভিডিও বাফারিং

What do you think?

জীবনে যে আকাম গুলো না করলে ভাই-বোনদের পেটের ভাত হজম হয়না।

এই শহর, যাদুর শহর প্রাণের শহর আহারে…