কিছুদিন আগে একটি টিভি বিজ্ঞাপনে আমরা দেখতে পাই কুদ্দুস নামক জনৈক প্রবাসী বিদেশের মাটিতে বাংলাদেশি পণ্য দেখে গর্ব করে তার বিদেশী বসকে বলছেন-
উই আর প্রাউড সার! ইওর বিল্ডিং, মাই কান্ট্রি’স সিমেন্ট সার! উই আর ভেরি ভেরি প্রাউড সার!
হ্যা, অন্য দেশে নিজের দেশের পণ্য দেখে গর্ব করার সুযোগ কেউ হাতছাড়া করবেনা এটাই স্বাভাবিক। এতে করে বোঝা যায় যে, তলাবিহীন ঝুড়ি থেকে অনেক বাধা বিপত্তি পার হয়ে একটি দেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। আর সত্যিই এমন দেশ নিয়ে গর্ব না করে কোনো উপায় নেই। কিন্তু মনে প্রশ্ন আর ভয় জাগে তখনই, যখন আমরা দেখি শুধুমাত্র দুর্নীতি আর অনিয়মের জন্য আমাদের এই উন্নয়নের স্রোত বারবার বাধাগ্রস্থ হয়। কারণ আমরা দেখি শুধুমাত্র ভুল সিদ্ধান্তের কারণে উড়ালসেতুর মতো একটি বিশাল প্রজেক্টে ট্রাফিক সিগনাল যোগ করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অথচ যেখানে কিনা ট্রাফিক সিগনাল এড়িয়ে যাওয়ার জন্যেই উড়ালসেতু নির্মাণ করা হয়। যখন দেখি শুধুমাত্র সময় ক্ষেপনের কারণে আমাদের বি আর টি প্রজেক্ট পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল খেতাব অর্জন করে কিংবা যুদ্ধবিধস্ত শহর দামেস্কের পর আমাদের প্রিয় শহর ঢাকা পৃথিবীর অবাসযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে। ঠিক তখনই মনে পড়ে যায় উপরে উল্লেখিত জনৈক কুদ্দুসের কথা, যে বুক ফুলিয়ে গর্ব করতে জানে। আচ্ছা, উল্লেখিত অর্জন (!) গুলো নিয়ে কুদ্দুস এমন করে বললে কেমন শোনাতো? আসলে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া এই অনিয়ম আর দুর্নীতি না থাকলে আমরা হয়তো এতদিনে আরও সুন্দর একটি বাংলাদেশ পেতাম। 🙂
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.