in , ,

যে ৮ ধরনের ভোটার বাংলাদেশে নির্বাচনের সময় প্রায়ই দেখা যায়। দেখুনতো আপনার আশেপাশে এমন কেউ আছে কিনা।

এইতো আর কিছু দিন, তারপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ৩০শে ডিসেম্বরকে সামনে রেখে চারদিকে চলছে তুমুল নির্বাচনী প্রচারণা। এখন আর সকালে কাকের কা কা শব্দে ঘুম ভাঙ্গে না, ভাঙ্গে নির্বাচনী প্রচারণার মাইকিং শুনতে শুনতে। ঘুমাতে যায় এই শব্দ কানে নিয়ে। ছাদে উঠলেই দেখা যায় অনেকগুলো নৌকা, ধানের শীষ, হাত পাখা বা লাঙ্গল শূন্যে ভাসছে। প্রথমে একটু হকচকিয়ে গেলেও, বুঝতে সময় লাগে না যে ওগুলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক। এগুলোতো গেল নির্বাচনী প্রচারনীর কথা, কিন্তু কেমন আছেন যারা ভোট দিবেন তারা? শেষ গণনা অনুযায়ী, ১৭ লক্ষ মৃত ভোটার বাদ দিয়ে এই মুহূর্তে বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ১০.৪১ কোটি। এর মধ্যে যোগ হয়েছেন প্রায় আড়াই কোটি নতুন ভোটার যারা প্রথম বারের মত ভোট দিবেন। আজকে জানাচ্ছি আপনাদের যে ৮ ধরনের ভোটার বাংলাদেশে নির্বাচনের সময় প্রায়ই দেখা যায়

#১

যাদের কাছে ভোট মানে ছুটি ছাড়া আর কিছুই না

 

#২

যিনি সব জান্তা শমসের টাইপ ভোটার

 

#৩

ভিনদেশী ভোটার

 

#৪

শিক্ষিত কিন্তু অশিক্ষিত ভোটার

 

#৫

ভণ্ড ভোটার

 

#৬

দিশেহারা ভোটার

#৭

অতি উতলা ভোটার

 

#৮

তরুন ভোটার

আমরা পঞ্চম শ্রেণী থেকে সমাজের পৌরনীতিতে মুখস্ত করে আসছি কেন ভোট দেওয়া উচিৎ। ওগুলো তখনি পরা হতো, তারপর পরীক্ষায় ঢেলে দিয়ে আসার পর আর মনে থাকতো না- ছিলোও এমন বিরক্তিকর। কিন্তু বিরক্তিকর হলেও খুবই প্রয়োজন জানা যে কোন বাংলাদেশীর জন্য। ভোট দেওয়া একটি গণতান্ত্রিক অধিকার। আশা করছি যে যেরকমই ভোটার হন না কেন সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন। 

What do you think?

Written by Rahmata Islam Jafrin

আমি বিশ্ববিদ্যালয় না, ইউনিভার্সিটির শিক্ষার্থী
আমি চিনি নাকো বুদ্ধদেব, চিনি স্টিফেন কিং
আমি আব্বু আম্মুর মস্ত বড় ভুল
যতই চৌধুরী সাজার চেষ্টা করি, শেষ পর্যন্ত হই আবুল

Leave a Reply

বিখ্যাত মনীষীদের ১০টি ভুয়া শীতকাহন

এবারের ইলেক্শনে তরুণদের ভোট প্রদানে উৎসাহিত করতে ইসি বরাবর ৯টি অভিনব আইডিয়া !