in ,

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা

হুমায়ুন আহমেদের “দেবী” থেকে…

IN ASSOCIATION WITH  সি তে সিনেমা

জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের রচিত বিখ্যাত উপন্যাস “দেবী” বাংলা সাহিত্যের জন্য অনবদ্য এক উপহার। রহস্যে ঘেরা এই উপন্যাসটি সব পাঠককে নিয়ে যায় অদ্ভুত এক জগৎে। উপন্যাসটি পড়তে গিয়ে পাঠক হারিয়ে যায় মিসির আলীর যুক্তি আর রানুর অতীন্দ্রিয় মায়াজালে। তাই আমাদের আজকের এলবামে থাকছে এই উপন্যাস থেকে নেয়া কিছু উক্তি যা আপনাকে আরেকবার নিয়ে যাবে মিসির আলী ও রানুর অদ্ভুত সেই জগতে। কিন্তু একবার ভেবে দেখুনতো, প্রিয় এই উপন্যাসের কাল্পনিক চরিত্রগুলো রুপালি পর্দায় একদম জীবন্ত হয়ে উঠছে, তাহলে বিষয়টা কেমন লাগবে? নিশ্চয়ই তা হবে অন্যরকম এক অভিজ্ঞতা! যদি তা-ই হয় তাহলে আপনাকে আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। কারণ খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে হুমায়ুন আহমদের গল্প অবলম্বনে অনম বিশ্বাসের পরিচালনা এবং আমাদের প্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিনীত ও তার প্রথম প্রযোজনার চলচিত্র “দেবী”। সেই সাথে থাকছে চঞ্চল, শবনম ফারিয়া, ইরেশ যাকের এবং অনিমেষ আইচ সহ আরও অনেকের সুদক্ষ অভিনয়। সব কথার শেষ কথা হলো, বাংলাদেশি চলচিত্র দেখুন এবং অন্যদেরকে দেখতে উৎসাহিত করুন। 🙂

 

১.

তরলমতি মেয়েরা মাঝে মাঝে অদ্ভুত কান্ডকারখানা করে বসে

 

২.

বয়ঃসন্ধির পর মেয়েদের রূপ খুলতে শুরু করে

 

৩.

কালো এবং অসুন্দরী মেয়েদের জেদ কখনো থাকেনা। এদের জীবন কাটাতে হয় একাকী

 

৪.

মানুষের বয়স হচ্ছে তার মনে। মন যতদিন কাঁচা থাকে, ততদিন মানুষের বয়স বাড়ে না

 

৫.

মাঝে মাঝে এমন দুই-একটা জিনিস খুব যায়। তবু কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে

 

৬.

সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যে সব মানুষের শখ মিটে গেছে, তারা খুব অসুখী মানুষ

 

৭.

মৃত্যুর সময় কেউ পাশে থাকবে না। এরচেয়ে ভয়াবহ বোধহয় আর কিছু নেই

 

৮.

নাম মনে না করতে পারার একটিই কারণ- মানুষের প্রতি তার আগ্রহ নেই। আগ্রহ থাকলে নাম মনে থাকতো

 

৯.

সারা জীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে

 

১০.

অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না

 

দেবী আসছে নতুনরূপে রুপালি পর্দায়

 

দেশব্যাপী মুক্তি পাচ্ছে আগামী ১৯ অক্টোবর

 

দেবী ট্রেইলার –

What do you think?

আপনি কি বাংলার সুপার হিউম্যান? এক্কেবারে বিনামূল্যে, ৭টি বিশেষ কৌশলে এক্ষুনি টেস্ট করুন

ছোট্ট বেলায় মহাকাশ নিয়ে যে ৯টি ভুল ধারণা আমাদের সবার মধ্যেই ছিল