আমরা নাকি সৃষ্টির সেরা জীব, আমাদের জীবন নাকি অত্যন্ত পবিত্র ও মর্যাদাকর এবং পশু-পাখি আর আমাদের মাঝে পার্থক্য হচ্ছে “বিবেক বোধ”। কিন্তু কই? এখনোতো আমাদের আশেপাশেই বাস করছে এমন কিছু মানুষরূপী অমানুষ, যাদের বোধশক্তি দেখলে নিজেকেই মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে, মাঝে মাঝে মনে হয় তাদেরকে পৃথিবীতে এনে তাদের পিতা-মাতাও হয়তো মনে মনে আফসোস করে সারাক্ষন। হ্যা ভাই, তাদের কথাই বলছি যারা কিনা সুযোগ পেলেই নারীর প্রতি নিজের পাশবিক চেহারা উন্মুক্ত করতে একটুও পিছপা হন না। সত্যিই ভাবতে অবাক লাগে! এই একবিংশ শতাব্দীতে এসেও পত্রিকা খুললেই চোখে পরে নারী নির্যাতনের কথা, ধর্ষণের কথা। কিন্তু ভাই এভাবে আর কতদিন? আর কত মা-বোনের উপর চড়াও হলে একদিন শেষ হবে এমন দুর্বিষহ সংবাদগুলো? নাকি আজীবন চলতেই থাকবে এই পাশবিক নির্যাতন আর আমরা চোখ-কান বন্ধ রেখে খুব স্বাভাবিক হওয়ার অভিনয় করে পার করতে থাকবো দিনের পর দিন? নাকি এর রয়েছে আর কোনো সমাধান যা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি? আপনার কি মনে হয়?
#১
#২
#৩
#৪
#৫
#৬
#৭