মেট্রোরেল প্রকল্প কাজের জন্য শাহবাগ মোড় এলাকায় তিতাস গ্যাস পাইপ লাইনটি স্থানান্তরের জন্য ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আজ সন্ধ্যা ৬ টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর এই খবরে শহর জুড়ে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। ঘরে ঘরে মা বোনেরা আজ ব্যাপক উল্লসিত কারন আজ তাদের আর কষ্ট করে আর রান্না করতে হবেনা। এই সুযোগে ঢাকার মেয়র আজ ঘোষণা দিয়েছেন পুরো ঢাকা জুড়ে গ্যাস না থাকার এই আনন্দের ক্ষণ আমরা বার বি কিউ উৎসব পালন করে উদযাপন করবো।
এ প্রসঙ্গে দীর্ঘদিন যাবত গ্যাস বিহীন এলাকা হিসেবে পরিচিত ট্রলের শিকার মিরপুর ট্রল প্রতিরোধ কমিটির সভাপতি গ্যাসেনুর রহমানকে জিজ্ঞেস করলে তিনি বলেন- “আজ আমরা মিরপুরবাসী অনেক বেশি আনন্দিত পুরো ঢাকা জুড়ে গ্যাস না থাকায়।” তিনি এও বলেন- “কেউ পাবে কেউ পাবেনা তা হবেনা তা হবেনা। গ্যাসের যে নিত্যদিনের লোডশেডিং আমরা উপভোগ করি আজ সমগ্র ঢাকাবাসী আমাদের সাথে তা ভাগাভাগি করে নিবে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে?”
বার বি কিউ উৎসবকে সকলের মাঝে চলছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিভিন্ন বাড়িঘরে আজ সাজ সাজ রব কেউ কেউ রাতে ডিজে পার্টির ব্যাবস্থা করেছেন বাসার ছাদে। বার বি কিউ উৎসবকে ঘিরে গ্রিল শিক এবং মুরগি ব্যবসাও বেশ গরম।যদিও বেশ কিছু জায়গা থেকে অভিযোগ পাওয়া গেছে মুরগির দাম কেজিপ্রতি চল্লিশ পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে তবে যত যাই হোক সমগ্র ঢাকাবাসীকে একসুরে গেঁথে একই উৎসবে এমন মাতার সুযোগ ই বা আর কবে আসবে।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।