“নারীজাগরণ” খুব দামি একটা শব্দ তাইনা? কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের জন্য এই দামি শব্দটা শুধু মাত্র কাগজে-কলমেই সীমাবদ্ধ। আজকের এই যুগে এসেও নিজেদের সভ্য জাতি হিসেবে আমরা নিজেদেরকে দাবি করলেও বাস্তবিক অর্থে নারী আমাদের কাছে এখনো ভোগ্য বস্তুর বেশি কিছু নয়। নইলে কি আর শতকরা ৭৭ ভাগ মেয়েকেই নিজের পরিবার থেকে হেনস্তা হতে হয়? আর বাইরের কথাতো বাদই দিলাম। এর প্রধান কারণ, বিভিন্ন সামাজিক প্রথা আর কুসংস্কারের বেড়াজালে এখনো আমরা আমাদের নারীদের আটকে রাখছি। কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিলো?
#১
#২
#৩
#৪
#৫
আর কতদিনই বা এমন থাকবে? তাই সময় এখন #BalanceForBetter শ্লোগানকে শুধু নারী দিবসের প্রতিপাদ্য না বানিয়ে বরং বাস্তব জীবনেও এর প্রকাশ ঘটানো।
সূত্র: BRAC