আমরা হয়তো অনেকেই সমাজের নানান অনিয়ম দেখে এর বিরুদ্ধে সাহস করে কিছু করিনা বা বলিনা, নিজের ভেতরেই গলা টিপে মেরে ফেলি ইচ্ছাগুলোকে। কিন্তু রয়েল ভাই কিন্তু একটু ব্যতিক্রম, তিনি চুপচাপ সহ্য করে যাওয়া দলের কেউ নয়। তাইতো দিনের পর দিন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ করে চলেছেন আপন মনে। আমাদের কাছে পরিচিত করে তুলেছেন ব্যাঙ্গাত্মক ‘হর্ন হুদাই, বাজায় ভুদাই’ বাক্যটি। এমনকি তার এই স্লোগান ছড়িয়ে গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে। ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। তারই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে নববধূর হাতে দেখা গিয়েছে ‘হর্ন হুদাই, বাজায় ভুদাই’ ব্যানার। ছবিটি তুলেছেন – মাইম হাসান
আবার কখনো দেখা গিয়েছে স্বয়ং পুলিশ সদস্যরাও পাশে এসে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন-
আপামর জনতাকেও দেখা গিয়েছে একই স্লোগান হাতে-
আমরাও বিশ্বাস করি, এভাবেই একদিন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে একটি হর্নমুক্ত বাংলাদেশ তুলে দিতে পারবো।
এই আন্দোলন সম্পর্কে আরও জানতে এই পেজটি ফলো করতে পারেন – HornHudaiBajayVudai