হুমায়ূন আহমেদের আজ রবিবার নিঃসন্দেহে অত্যন্ত জনপ্রিয় একটি নাটক। মজার ব্যাপার, হলো এই নাটকটিতে রয়েছে বিভিন্ন রকমের চরিত্র। আমরা নিশ্চিত, আপনার চরিত্রের সাথেও মিল রয়েছে এই নাটকের কোন না কোন চরিত্রের। নিচের প্রশ্নের উত্তর গুলোর উপর ভিত্তি করে আমরা বলে দিবো আপনার মাঝে কোন ‘আজ রবিবার’ চরিত্রটি লুকিয়ে আছে । তাহলে আর দেরি কিসের, এক্ষুনি খুঁজে বের করুন –