সময়ের সাথে সাথে মোবাইল ফোন যেন হয়ে উঠছে আমাদের শরীরের একটা অংশ। তাই ফোনের গতি কমে গেলে কিংবা হ্যাং করলে মেজাজ যে চড়ে যাবে তাতে আর অবাক হওয়ার কি আছে! আর দশটা ইলেক্ট্রনিক গ্যাজেটের মত সময়ের সাথে সাথে মোবাইল ফোন ল্যাগ করাও একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার মানে এই নয় যে আপনার নতুন ফোন কেনার সময় হয়ে এসেছে। হয়তো আপনার ফোনের দরকার ছোট্ট একটা রিফ্রেশমেন্ট। জেনে নিন কি সেইসব রিফ্রেশমেন্ট, যা দিয়ে আমার মত আপনিও আপনার প্রিয় ফোনটিকে রাখতে পারেন “দ্যা ফ্ল্যাশ” এর মত সুপার ফাস্ট!
#১ সরিয়ে ফেলুন পুরোনো এবং বাড়তি ছবি কিংবা ভিডিও
একই পজিশনে ৫০টা ছবি তুলে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না সে বিষয়ক সিদ্ধান্তহীনতায় যদি আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, তবে এখনি সময় বাড়তি ছবিগুলোকে ডিলেট করে আপনার ফোনকে একটু স্বস্তি দেয়া। এতে করে বাড়তে পারে আপনার ফোনের গতি। আর আপনার প্রস্তর যুগের ছবিগুলো যদি একান্তই ডিলেট করতে না চান তবে তা কপি করে রাখতে পারেন আপনার পিসিতে।
#২ নিয়মিত ক্লিন করুন ক্যাশ ফাইল
দুটো এপ চালাতেই ফোন হ্যাং হয়ে যাচ্ছে কিংবা হয়ে যাচ্ছে কচ্ছপ গতির? নিয়মিত ক্যাশ ক্লিন করে থাকতে পারেন এ সমস্যা থেকে মুক্ত! Clean Master কিংবা CCleaner এর মত ফ্রি এপের মাধ্যমে আপনি নিজেই খুব সহজে আপনার ফোনকে রাখতে পারেন ক্যাশ বা জাংক ফাইল মুক্ত। একইসাথে ফিরে পেতে পারেন নতুনের মত গতি আর হ্যাং করা থেকে মুক্তি!
#৩ আনইন্সটল করুন অদরকারী সব এপ্লিকেশন
একেরপর এক অদরকারী এপ ইনস্টল করা আপনার ফোনকে করে দিতে পারে স্লো। তাই কালেভদ্রে ব্যবহার করতে হয় এমন সব এপ আনইন্সটল করে রাখাই বরং বুদ্ধিমানের কাজ! আর এতে করে আপনার ফোনও ফিরে পাবে তার হারানো জৌলুস।
#৪ বন্ধ করে রাখুন লোকেশন ট্রাকিং
গুগল ম্যাপে ট্রাফিক জ্যাম দেখা কিংবা নতুন জায়গায় পথ চিনে নেয়ার জন্য লোকেশন ট্র্যাকিং দরকার হয় আমাদের সবারই। কিন্তু প্রয়োজন ছাড়া লোকেশন ট্র্যাকিং ফিচারটি অন করে রাখলে কমে যেতে পারে আপনার ফোনের গতি, আর তার সাথে দ্রুত চার্জ কমে যাওয়াও লক্ষ্য করতে পারেন। তাই ম্যাপের প্রয়োজন না পড়লে বাকীসময় লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখাই শ্রেয়।
#৫ করতে পারেন ফ্যাক্টরী রিসেট
ভয়ের কিছু নেই, ফ্যাক্টরি রিসেট দিলে আপনার মেমরী কার্ডে থাকা ফাইল হারাবে না। তবে মেসেজ এবং ফোনে সেভ করা কন্টাক্ট নাম্বার হারিয়ে যাতে না যায় সেজন্য ব্যাকআপ রাখতে পারেন আপনার মেমরী কার্ডে। তবে খুব সমস্যায় না পড়লে ফ্যাক্টরি রিসেট না দেয়াই ভালো, কারন এতে করে আপনার ফোন মেমরীতে থাকা ডাটা এবং আপনার এপ ডাটা গুলো হারিয়ে যেতে পারে। তখনই ফ্যাক্টরী রিসেট দিন, যখন আপনার ফোন ক্রমাগত হ্যাং করছে এবং একটি বা দুটি এপও ঠিকভাবে চালাতে পারছেন না।