ফোন চুরি হয়ে যাওয়ার পর সাধারণত পাওয়া যায়না, কিন্তু ধানমন্ডির এক তরুণীর হুয়াওয়ে ফোন চুরি করার পর নিজে থেকে ফেরত দিয়ে গেলেন চোর। এমনকি ফেরত দিয়ে যাওয়ার সময় শালা গরীব লেখা চিরকুটও রেখে গিয়েছেন সেই চোর। মূলত হুয়াওয়ের সাথে গুগল মামা পল্টি দেওয়ার পর বাজারে ২০ টাকা কেজি দরে হুয়াওয়ে ফোন বিক্রি হচ্ছে, তাই চোর চুরি করে বিশেষ সুবিধা করতে পারেনি। আমাদের প্রতিবেদক যে চোরাই মার্কেট থেকে ফোন কেনার সুবাদে ঐ চোরের সাথে পূর্বপরিচিত থাকায় ফোনালাপে সেই চোরের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। চোর ভাই বলেন- “কপালডা কি খারাপ দেখসেন, ফোনটা চুরি কইরা ভাবসিলাম এই ঈদে গার্লফ্রেন্ডরে গিফট করুম, পরে গার্লফ্রেন্ডরে গিফট করায় হেয় আমার কপালে ছুড়ে মারসে। আমারে কয়, বালের মুবাইল, ইউটিউব কাজ করেনা, গুগল কাজ করে না। আপনে তো ভিডিও কল দেন না দিলে দেখাইতে পারতাম কপাল ফাইটা গেসে। পরে বাজারে বেচতে গিয়েও দেখি দাম নাই, এই ফোনের দাম নাকি এখন ২০ টাকা কেজি। পরে দিয়া আসছি ফেরত”।
এদিকে ঐ তরুণী এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন উনি বলেন- “৪০ হাজার টাকা খরচ করে আমি ফোন কিনেছিলাম। চুরি করেছিস তো করেছিস ফেরত দিয়ে আবার শালা গরীব লেখা চিরকুট দেওয়ার মানে কি? কি অসভ্য চোর! আমি ঐ চোরের শাস্তি দাবি করছি” এই বলেই আপুটি কেঁদে দেন।
এদিকে সারাদেশ জুড়ে মাত্র বিশ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে হুয়াওয়ে ফোন। ফেরিওয়ালারা শহরজুড়ে মাথায় করে হুয়াওয়ে ফোন বেচে বেড়াচ্ছে। হুয়াওয়ে ইউজারদের ঘরে ঘরে আজ কান্নার রোল। আগারগাও, খিলগাঁও, কাপ্তানবাজার সহ বিভিন কাঁচাবাজারেও ২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে ফোন। অনেকে আবার পরে বেশি দামে বেচার আশায় পাইকারি দরে ফোন কিনে রাখছেন বলেও জানা যায়।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।