আজ সকালে রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডিতে অভিযান চালিয়ে তথাকথিত পার্লার থেকে মেয়াদোত্তীর্ণ আটা-ময়দা-সুজি উদ্ধার করেছেন করে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে ঘটনাস্থলে কর্তৃপক্ষের একজনকে জিজ্ঞেস করলে তিনি বলেন- “আমি কর্তৃপক্ষের কেউ না, আমি একজন উৎসুক জনতা। কিন্তু আমি আসলে সবই বলতে পারবো কারণ আমি সকাল থেকেই এখানে উপস্থিত আছি। আসলে হয়েছে কি, ঐ ঈদ উপলক্ষ্যে যারা নিজের সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে নিতে বাসার আটা-ময়দা-সুজির উপর ভরসা না করে নিজের উপার্জিত টাকা খরচ করে বিউটি পার্লারে গিয়ে আটা-ময়দা-সুজি খায় তাদের জন্য এই সপ্তাহের সবচেয়ে দুঃখের সংবাদ হচ্ছে, তারা আসলে এতদিন মেয়াদোত্তীর্ণ আটা-ময়দা খেয়েছেন। তাই প্রশাসন এসে এদেরকে থামিয়ে দিয়েছেন। আমি মনে করি কাজটা ভালোই হয়েছে ।”
তবে এ ব্যাপারে ভিন্ন মত দিয়েছেন আটা-ময়দা-সুজি বিক্রেতা সমিতি। তারা বলেন- “আরে ভাই, মেয়াদ দিয়ে কি হবে? সৌন্দর্য ঠিক থাকলেই হলো. আর তাছাড়া যারা নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহে বাস করে তাদেরকে এমন বাঁশ দেয়া যেতেই পারে।”
ঘটনার অপর পাশ সম্পর্কে জানতে আমাদের প্রতিনিধি আটা-ময়দা-সুজি ব্যাহারকারী একজনকে জিজ্ঞেস করলে তিনি জানান- “আমি এখন কোথায় সুন্দর হবো? আমি তো এতদিন এদের থেকে সুন্দর হয়ে বাইরে গিয়ে বলতে পারতাম যে আমি অমুক জায়গা থেকে মেকাপ করিয়েছি কিন্তু আমার এখন কি হবে? আমি কোথায় যাব? কিভাবে বলবো? আমার আলগা ভাব আমি এখন কার সাথে নিবো?” এই বলেই তিনি কান্নায় ভেঙে পড়লে আমাদের প্রতিনিধি টিস্যু নিয়ে এসে দেখেন তিনি চলে গেছেন।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।