in ,

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

নিরিবিলি পরিবেশে ঈদ পালন করতে গ্রামের বাড়ি উত্তরায় যাচ্ছেন শত শত ঢাকাবাসী

ঈদের আর বেশি দিন বাকি নেই। ঈদের ছুটিতে অনেকেই গ্রামে যান কাছের মানুষদের সাথে ঈদ করার জন্য। আমাদের প্রতিনিধির তথ্য থেকে জানা গিয়েছে এইবার ঈদ করার জন্য অনেকেই ঢাকা থেকে উত্ত্রা যাচ্ছেন। এই ব্যাপারে মিরপুরের বাসিন্দা মফিজ উদ্দিন এর সাথে কথা হলে তিনি জানান, ‘গ্রামের মনোরম পরিবেশে ঈদ করার আনন্দটাই অন্য রকম। তাই পরিবার নিয়ে উত্তরাতে যাচ্ছি ঈদ করার জন্য। ঢাকার এই যানজট আর কোলাহল থেকে দূরে শান্তিতে ঈদের ছুটি কাটানোর উদ্দেশ্যে উত্তরা যাওয়ার সিদ্ধান্ত নিলাম।‘

আরো অনেককেই দেখা গিয়েছে উত্তরার দিকে পাড়ি জমাতে। ঢাকা প্রায় ফাকা হয়ে উঠছে এই কারণে। উত্তরার এক বাসিন্দার সাথে এই নিয়ে কথোপকথন হলে তিনি বলেন, ‘গ্রামে থাকি দেখে সারা বছর বিভিন্ন ভাবে ঢাকার মানুষেরা আমাদের অপদস্থ করার চেষ্টা করে ঠিকই কিন্তু ঈদের সময়টায় তারাই আবার ছুটে আসছে উত্তরাতে গ্রামের সুন্দর পরিবেশ উপভোগ করতে। আমরা চাই বছরের বাকি দিনগুলোতেও যেন গ্রাম বলে উত্তরাকে আর অবহেলার স্বীকার না হতে হয়।‘ আমাদের প্রতিনিধি জানান, উত্তরাতে বেশ নির্মল সুন্দর পরিবেশ বিরাজ করছে বর্তমানে। তাই যারা এখনো কিছুটা দোটানায় আছেন গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন কিনা তারা নিদ্বিধায় চলে যেতে পারেন উত্তরাতে।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

গরুর হাটে যাওয়ার আগেই সুস্থ গরু চেনার সহজ এই ৮টি উপায় জেনে রাখুন

কুরবানীতে বিশেষ যে ৫ ধরণের গরুর সাথে আপনার দেখা হবেই হবে