in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

শুধুমাত্র স্কোর জেনেই যেভাবে ফেসবুকে ক্রিকেটিয় ইনিংসের রিভিউ দিবেন

আজকাল ব্যস্ততার কারণে খেলা দেখতে পারেন না। কিন্তু তাই বলে তো আর খেলা নিয়ে কথা বলা বন্ধ করা যাবে না। তাই শুধুমাত্র স্কোর জেনেই কিভাবে ম্যাচ পরবর্তী রিভিউ দিবেন তা থেকে বাঁচাতে আপনার জন্য থাকছে কিছু সহজ বুদ্ধি!

স্কোর হাই হলে

হাই স্কোরের জন্য সবার আগে “মডার্ন ক্রিকেট” শব্দ যুগলকে নিয়ে আসবেন। ফাঁকে জানিয়ে দিবেন এই দলটি গত বছর খানেক ধরেই মডার্ন ব্র্যান্ডের ক্রিকেট খেলে যাচ্ছেন। রান বেশি হইছে মানে বোলারদের উপর দিয়ে ঝড় তো গেছেই। সেজন্য-ব্যাটসম্যান দ্বারা বোলারদেরকে শাসন, কচুকাটা, দিশেহারা করে দেয়া ইত্যাদি শব্দগুলোকে নিয়ে আসুন। রান বেশি বোঝানোর জন্য হিমালয়, কাঞ্চনজঙ্গা, কিওক্রাডাং সহ ইত্যাদি বড় বড় পাহাড়ের নাম নিয়ে আসুন। ব্যাটসম্যানদের প্রশংসা করার ক্ষেত্রে স্ট্রোকের ফুলঝুরি শব্দগুলো ব্যবহার করুন, কিছু শটের নাম লিখে আপনি খেলাটা দেখেছেন ও ক্রিকেট সম্পর্কে অনেক জ্ঞান রাখেন তাও চিকনে জানিয়ে দিন। শটের নাম না জানলেও চিন্তার কিছু নেই, গুগল করে নিন।

স্কোর লো হলে

এক্ষেত্রে বোলাদের প্রচুর প্রশংসা করুন। আধুনিক ক্রিকেট বোলারদের রাজত্ব নষ্ট হয়ে যাওয়ার দিনেও এই ম্যাচে বোলাররা কেমন চ্যালেঞ্জ জানিয়েছে ব্যাটসম্যানদেরকে তা নিয়ে বলুন কিছু। ক্রিকেটের সৌন্দর্য, ক্রিকেটের রোমাঞ্চ বোলারদের সফলতাতেই আসে তাও জানান। বাউন্সার, ইয়র্কার, গতির ঝড়, কাটার, ইন সুইঙ্গার, আউট সুইঙ্গার, ভ্যারিয়েশন, টার্ন, গুগলি, ফ্লাইট- এই শব্দগুলো কী, এইগুলা খায় না মাথায় দেয় তা জানার দরকার নাই। আপনি শুধু এই শব্দগুলো দিয়ে কিছু বাক্য গঠন করে নেন। আর ফাঁকে ব্যাটসম্যানদের মাঝে ভালো করা একজনের টেম্পারম্যান্ট নিয়ে কিছু কথা বলুন, তার ইনিংসের একটু প্রশংসা করুন।

চেজ করতে গিয়ে কেউ ভালো ইনিংস খেললে

এখানে টেম্পারম্যান্ট আর ক্যালকুলেটিভ ক্রিকেট এই শব্দগুলোকে বেশ কয়েকবার এনে বেশ কিছু লাইন লিখে ফেলুন। লেখার হাত ভালো থাকলে এই শব্দগুলো দিয়েই মূলত এই ইনিংসের রিভিউ শেষ করে ফেলতে পারবেন। ইনিংসের মহাত্ব বোঝাতে মহাকাব্যিক শব্দটি ব্যবহার করতে পারেন। সাথে রানিং বিটুইন দ্যা উইকেট, ক্লাসিক ক্রিকেট, মনমুগ্ধকর ক্রিকেটিয় শট ইত্যাদি নিয়ে দু-চার লাইন লিখুন।

What do you think?

Written by Nazmul Haque

যিনি স্বপ্ন দেখেন, ফুলটাইম হাসার আর অবসরে বাঁচার।

Leave a Reply

‘খেতে মজা গুণের রাজা’ জাতীয় ফল কাঁঠালের ৮টি বিশেষ স্বাস্থ্যগুণ

VAT নয়, এবার ব্রাজিলের মোট গোলের শতভাগই নিয়ে নিলো VAR