অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ দুধ খেয়ে সুস্থ হয়ে গিয়েছেন পাবনার মতি পাগলা নামের এক পাগলা ভাই। জানা যায়, তিনি উনার জাস্ট ফ্রেন্ডকে হারিয়ে গত তিন বছর ধরে পাগল ছিলেন। অনেক চিকিৎসা করানোর পর কোনকিছুতেই পাগলামি ভালো না হলে শেষ চেস্টা হিসেবে মতি পাগলাকে অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ দুধ খাওয়ানো যার পর থেকেই মতি পাগলার পাগলামি পুরোপুরি সেরে উঠেছেন। এ ব্যাপারে মতি পাগলার সাথে কথা বলতে গেলে তিনি বলেন “ভাই দুধে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফর্মুলাটা যার তাকে আমি পায়ে ধরে সালাম করতে চাই তাকে লক্ষ্য করে নোবেল ছুড়ে মারতে চাই। সেই মহৎ মানুষ যদি আজ দুধে অ্যান্টিবায়োটিক না মেশাতেন তবে আমি সারাজীবন মতি পাগলাই থাকতাম” বলেই মতি ভাই কান্নায় ভেঙ্গে পড়েন।
তবে অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ দুধ খেয়ে মতি পাগলা ভালো হয়ে যাওয়ার পর বিশ্ব জুড়ে পড়ে গেছে আলোড়ন। বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা একে চিকিৎসা বিজ্ঞানের নতুন এক দিগন্ত হিসেবে দেখছেন। হনলুলুর বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী কানিমাচিপা মাতাবুমবুম অ্যান্টিবায়োটিক দুধ দিয়ে কিভাবে পাগলামি সারানো যায় তা নিয়ে জানতে এবং গবেষণা করতে বাংলাদেশে আসবেন বলে আমাদের জানিয়েছেন।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।