পিরিয়ড নিয়ে প্রতি মাসেই মেয়েদের নানানা রকম চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। হরমোনের এই রোলার কোস্টার রাইডে চড়ে পিরিয়ডের সাথে যুদ্ধ শেষ করতে করতে আবার কোত্থেকে যেন এসে হাজির হয় পিরিয়ড, শুরু হয় আবার নতুন করে যুদ্ধ। আসলে এটা একটা চক্র, আর মেয়েদের এই পিরিয়ড চক্রের প্যারা শুধুমাত্র মেয়েরাই বুঝতে পারে। আজকে থাকছে তেমন কিছু অভিজ্ঞতা-
১. পিরিয়ডের দিনগুলোতে যতই চেষ্টা করা হয় না কেন, কোনোভাবেই আরাম পাওয়া যায় না
via GIPHY
২. পিরিয়ডের সময় হাঁচি/কাশি দেয়া মানে রক্তের বন্যা বয়ে যাওয়া
via GIPHY
৩. মুড সুইং মানেই নিজের সাথেই নিজের সারাদিন যুদ্ধ করা
via GIPHY
৪. পিরিয়ডের সময় মনে হয় দুনিয়ার সব খাবার একাই খেয়ে ফেলা সম্ভব
via GIPHY
৫. পিরিয়ডের সময় কেউ ঝগড়া করতে আসা মানে সে তার নিজের পায়ে নিজেই কুড়াল মারা
via GIPHY
৬. পিরিয়ডের 2nd ডে মানেই জীবনের সব থেকে বড় পরীক্ষা
via GIPHY
৭. স্যানিটারি ন্যাপকিনের এডগুলোতে যেই হাসি-খুশি মেয়েদের দেখায় ওরা রূপকথার গল্পগুলোর মতোই অবাস্তব
via GIPHY
৮. হুট্ করেই যখন পিরিয়ডের ফার্স্ট ক্র্যাম্প টের পাওয়া যায় তখন মরে যেতে ইচ্ছা করে
via GIPHY
৯. যেদিন সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো থাকবেই সেইদিনই হুট্ করে পিরিয়ড এসে হাজির হবে