আপনি কি সারাদিন সোশ্যাল মিডিয়াতে মিম দেখেন আর শেয়ার দেন? পড়ালেখা বা অন্যান্য কাজের সময়ও আপনার মাথায় শুধু মিম ঘুরে? আর কেউ পাশে থাকুক না থাকুক, আপনার শুধু মিম হলেই চলে? আপনি যদি এরকম পাগলা মিম লাভার হন, তাহলে নিচের লক্ষণগুলো আপনার সাথে মিলবেই!
১. আপনার ফেসবুকে ছবির চেয়ে শেয়ার করা মিমের সংখ্যা বেশি!
via GIPHY
২. মিম পেজ আর গ্রুপগুলো আপনি নিয়মিত ফলো করেন
via GIPHY
৩. নতুন কোন মিম টেম্পলেট দেখলেই আপনার মাথায় মিম বানানোর আইডিয়া চলে আসে।
via GIPHY
৪. কাছের মানুষদের ইনবক্সে সারাক্ষণ মিম পাঠাতে থাকেন।
via GIPHY
৫. আপনি সোশ্যাল মিডিয়ায় অন্যদের ছবি দেখতে নয়, বরং নতুন নতুন মিম দেখার জন্য ঢুঁ মারেন।
via GIPHY
৬. আপনি সবসময় মিমে হাহা রিঅ্যাকশন দেন, লাইক দেন না।
via GIPHY
৭. মন খারাপের সময়েও কোন মজার মিম দেখলে আপনার মুখে হাসি চলে আসে।
via GIPHY
৮. আপনি সব মিম আগেভাগেই দেখে বসে থাকেন, তাই বন্ধুরা কোন মিম পাঠালে বেশিরভাগ সময়ই সেটা আপনার কাছে পুরানো মিম!
via GIPHY
৯. আর কিছু জীবনে বুঝেন আর না বুঝেন, যেকোনো মিম বুঝতে আপনার একটুও দেরি হয় না।
via GIPHY
১০. প্রায়ই মিম দেখতে দেখতে আপনি পড়ালেখা বা অন্যান্য কাজের কথা ভুলে যান।