ঘুমাতে কার না ভালো লাগে, তবে সবার মধ্যে এমন কিছু মানুষ আছে, যাদের কাছে ঘুমই একমাত্র ধ্যান-জ্ঞান, বেঁচে থাকার একমাত্র কারন। মানে তারা ঘুমের জন্যই বাঁচে। আপনিও যদি তেমন একজন হন যে কিনা RelationSleep এ বিশ্বাসী, তবে আজকের এই তালিকা আপনার জন্যই।
১. কোথাও যদি কোন চাকরির ইন্টারভিউতে আপনার হিডেন ট্যালেন্ট সম্পর্কে লিখতে বলা হয়, তবে আপনি লিখবেন “যেকোন পরিস্থিতিতে যেকোন জায়গায় ঘুমিয়ে যাওয়া”।
via GIPHY
২. একবার যদি ঘুম আসে, এক কাপ কেনো, এক টাংকি কফিও আপনার ঘুমকে আটকে রাখতে পারবে না
via GIPHY
৩. খাদকরা যেমন সব জায়গায় সব সময় শুধু খাবার দাবারের কথা ভাবে, আপনি তেমন সবসময় শুধু ঘুমের কথাই ভাবেন
via GIPHY
৪. আপনার বিছানা কখনোই অগোছালো থাকেনা, কারন শুধু আপনিই জানেন এই বিছানার সাথে আপনার সম্পর্ক কতটা গভীর
via GIPHY
৫. বেশি ঘুমের অপকারিতা নিয়ে কেউ জ্ঞান দিতে আসলে, ঠিক সেই মুহূর্ত থেকে সে আপনার চিরজনমের শত্রু হয়ে যায়
via GIPHY
৬. পরিবার কিংবা ফ্রেন্ডসার্কেল সবখানেই জীবনে একবার হলেও আপনি কুম্ভকর্ণের খেতাব পেয়েছেন
via GIPHY
৭. ছুটির দিনে আত্নীয়স্বজন আসলে বিরক্ত লাগে, কারন আপনার ছুটির দিনের ঘুমটা বরবাদ হয়ে যায়
via GIPHY
৮. অলিম্পিকে কেন ঘুম নিয়ে কোন কম্পিটিশন নেই, এটা ভেবে আপনার খুব কস্ট লাগে। না হলে দেশের জন্য দু একটা স্বর্ণপদকও আপনি নিয়ে আসতে পারতেন
via GIPHY
৯. এত ঘুমালে জীবনে কিছু করতে পারবে না, কেউ এই টাইপ কথা বললে তাকে আপনার স্বরচিত একটি কবিতা শোনাতে ভালোবাসেন
“আতা গাছে তোতা পাখি
নারকেল গাছে ডাব
ঘুম আমি ভালোবাসি
তাতে তোর কি বাপ?”