আপনার জন্য কি সকাল সকাল ঘুম থেকে উঠে কোথাও যাওয়া দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ? রাতের বেলা আপনি সেই লেভেলের অ্যাকটিভ থাকলেও সকালে টুকটাক কাজও আপনার করতে ভালো লাগে না? তাহলে এই লিস্ট এ আপনি নিজেকেই খুঁজে পাবেন।
১. আপনার ঘুম থেকে উঠার জন্য ৫/৬ টা অ্যালার্ম সেট করা লাগে
via GIPHY
২. সকালের কড়া রোদ দেখলেই, আপনার মেজাজটা খারাপ হয়ে যায়
via GIPHY
৩. যখনই ঘুম ভাঙুক, আপনি কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি না দিয়ে উঠতেই পারেন না
via GIPHY
৪. সকাল সকাল আপনার মাথা কেমন যেন ঠিকমত কাজ করে না!
via GIPHY
৫. যারা সকালে ঘুম থেকে উঠেই খুব ভালো মুডে হাজার খানেক কাজ করে ফেলে, তাদের আপনার অন্য জগতের প্রাণী মনে হয়!
via GIPHY
৬. আপনি যতই স্বাস্থ্য সচেতন হোন না কেন, মর্নিং ওয়াকে বের হওয়া আপনার পক্ষে কখনোই সম্ভব হয় না
via GIPHY
৭. শুধুমাত্র সকালের ঘুমের জন্য, আপনি অনেক প্ল্যানই ক্যানসেল করেন। আপনার তাতে কিচ্ছু আসে যায় না
via GIPHY
৮. সকালের দিকে আপনি যতটা সম্ভব অন্যদের সাথে কম কথাবার্তা বলেন এবং এড়িয়েও চলেন
via GIPHY
৯. সকালে ঘুম থেকে উঠে, নাস্তা খাওয়ার চেয়ে আপনি ঘুমাতেই বেশি পছন্দ করেন
via GIPHY
১০. সকালে ঘুম থেকে সময়মত উঠতে না পারায়, প্রায়ই আপনার বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যায়