কথায় আছে এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগবেই, তাই যতই প্রেম ভালোবাসা থাকুক, কাপলদের মধ্যে ছোট ছোট অনেক বিষয় নিয়ে যেমন- “ফোন না ধরা কিংবা টিভির রিমোট দখলের যুদ্ধ লেগে থাকবেই। আজ তাই আমরা কাপলদের ছোটখাটো যুদ্ধের বিষয়গুলোকে খুঁজে বের করার চেস্টা করেছি যেগুলো নিয়ে চিরকাল ধরে দ্বন্দ্ব চলছে এবং চলবে।
১. টিভি রিমোট – সিরিয়াল নাকি খেলা, এই নিয়ে বাংলার ঘরে ঘরে যুদ্ধ অনেক দিন থেকেই। আর এই যুদ্ধের প্রথম ধাপ রিমোটের কাড়াকাড়ি
via GIPHY
২. মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়া – জীবনের সকল পাপ মাফ করে দিতে রাজি পার্টনাররা, কিন্তু মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়াটা কোনভাবেই মাফ করে দেওয়া সম্ভব না
via GIPHY
৩. লাইট কে অফ করবে – ঘুমাতে যাওয়ার আগে লাইট অফ কে করবে, সে ঝামেলার মীমাংসা আজ অবদি বাংলার কোন ঘরে হয়নি।
via GIPHY
৪. ফ্যামিলি গেট-টুগেদার – ভালো না লাগলেও বিভিন্ন ফ্যামিলি গেট-টুগেদারে অন্য সঙ্গীর ইচ্ছায় যেতে হয়। এ যেন একদম অনুরোধের ঢেঁকি গেলার মত অবস্থা
via GIPHY
৫. বিছানায় কে কোন দিকে ঘুমাবে – দুনিয়া এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু বিছানায় কে কোনদিকে ঘুমাবে তার কোন নড়চড় হবে না।
via GIPHY
৬. অন্য মেয়ে/ছেলের ছবিতে লাভ রিয়্যাক্ট – নিজেদের ছবিতে নিজেরা লাইক না দিলেও সমস্যা নেই, কিন্তু অন্য কোন ছেলে মেয়ের ছবিতে লাভ রিয়্যাক্ট দেওয়ার চেয়ে বড় ইস্যু আর কিছু হতে পারে না
via GIPHY
৭. পিজ্জার শেষ স্লাইস – পিজ্জার শেষ স্লাইস নিয়ে তুমি খাও, না না তুমি খাও এ ধরনের লুতুপুতুগিরি কেবল নতুন প্রেমিক প্রেমিকারাই করে। পুরনোরা তো রীতিমত যুদ্ধ ঘোষণা করে।
via GIPHY
৮. ফোন না ধরা – অপরপক্ষ ফোন ধরছে না মানে সে আর আমায় নিয়ে আগের মত সিরিয়াস না, ইচ্ছা করেই ফোন ধরে না
via GIPHY
৯. কোথাও যাওয়ার সময় আয়নার দখল – মেয়েদের ধারনা ছেলেদের আবার আয়নার সামনে রেডি হওয়ার কি আছে? আর ছেলেরা ভাবে উফ! মেয়েটা কত সময় নিচ্ছে আয়নার সামনে
via GIPHY
১০. ছুটির দিনে কোথায় যাবো – ছুটির দিনে ঘুমাবো নাকি কোথায় যাবো ঠিক করতে করতেই ছুটির দিন কেটে যায়