পরিস্থিতির কারণে আমরা অনেকেই এখন বাসায় থাকছি। স্কুল কলেজ বন্ধের পাশাপাশি, বেশিরভাগ অফিসেও বাসা থেকে কাজ করতে বলে দেয়া হয়েছে। এভাবে বাসায় বসে থাকা অনেকের কাছেই অস্বস্তিকর অথবা বোরিং লাগতে পারে। তাই বাসায় থাকা অবস্থায় ফ্রি টাইমে আপনি কি কি করতে পারেন তা নিয়েই আজকের লিস্ট।
১. ঘরবাড়ি ভালোভাবে নিজের হাতে পরিষ্কার করতে পারেন
via GIPHY
২. অনেক বই হয়তো জমিয়ে রাখা আছে কিন্তু সময়ের অভাবে পড়া হয়নি, এই সুযোগে সেগুলো পড়ে নিতে পারেন
via GIPHY
৩. পছন্দের মুভিগুলো আবার দেখতে পারেন
via GIPHY
৪. নিজের হাতে টুকটাক কিছু রান্না করতে পারেন
via GIPHY
৫. নতুন কোন সিরিজ দেখা শুরু করে দিতে পারেন
via GIPHY
৬. ব্যস্ততার কারণে হয়তো নিজের জন্য আলাদা সময় বের করা হয় না, তাই এই সুযোগ নিজের মত কিছু সময় কাটাতে পারেন
via GIPHY
৭. পুরানো কাগজপত্র, কাপড়চোপড় বা ড্রয়ার যেসব অনেকদিন ধরে গুছানো হয় না, সেসব গুছিয়ে ফেলতে পারেন
via GIPHY
৮. পরিবারের সবার সাথে বসে আড্ডা দিতে পারেন, যা হয়তো সবসময় করা হয়ে উঠে না
via GIPHY
৯. ইউটিউবে অনেক রকম টিউটোরিয়াল থাকে, বাসায় বসে নতুন কিছু শিখতে পারেন
via GIPHY
১০. সৃস্টিকর্তার কাছে নিজের জন্য এবং সবার জন্য প্রার্থনা করতে পারেন