অনেকেই বলে রান্না করা নাকি আর্ট, সবাই পারে না। আমাদের আশেপাশে অনেকেই আছে যাদের রান্নার স্কিল কোন শেফের তুলনায় কম না, আবার অনেকেই আছে যারা রান্না করতে হবে শুনলেই বিপাকে পড়ে যায়। রান্না যাদের জন্য যুদ্ধ তাদের জীবনে এই ১২ টি ঘটনা অবশ্যই ঘটবে।
১. রান্না ঘরে ঢুকলেই মনে হয়, আপনি কোনো যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়েছেন এবং রান্নাঘরের প্রতিটি জিনিস আপনার শত্রু
via GIPHY
২. আপনি হলুদ মরিচ লবন ছাড়া আর কোনো মশলার নাম ঠিক মতো জানেন না
via GIPHY
৩. প্রতিটা Kitchen appliances আপনার কাছে রুবিক্স কিউবের মতো মনে হয়
via GIPHY
৪. ভাত, নুডুলস, স্যুপ আপনি যাই রান্না করার চেষ্টা করেন না কেন, পানির পরিমান নিয়ে কোনো একটা ঝামেলা আপনি বাঁধবেনই
via GIPHY
৫. কেউ যখন আপনাকে জিজ্ঞেস করে কি কি রাঁধতে জানো? আপনার উত্তর তখন এমন হয় “ডিম সিদ্ধ করতে জানি”
via GIPHY
৬. আপনি কুকিং শো দেখতে খুবই পছন্দ করেন, তবে নিজে তেমন কিছু করতে গেলে তার আগা মাথা কিছুই হয় না বরং এক পাহাড় সমান থালা বাসন জমে যায় পরিষ্কারের জন্য
via GIPHY
৭. আপনার রান্নাঘরে আপনি ঢুকলেই কিছু না কিছু অঘটন ঘটবেই
via GIPHY
৮. আপনি জানেন না কাপ নুডলস না থাকলে আপনি কিভাবে জীবন যাপন করতেন
via GIPHY
৯. আপনি প্রায়ই ভাবেন আজ কিছু রান্না করবেন, কিন্তু গুগল করে রেসিপি পড়ার পর সেই চিন্তা বাদ দিয়ে দেন
via GIPHY
১০. আপনি ভুলবশত খাবার পুড়ে গেলে, সেটা স্মোকড বলে চালিয়ে দেন
via GIPHY
১১. আপনার রান্না করা খাবারে লবন জিনিসটা কখনোই পরিমান মতো হয় না
via GIPHY
১২. আপনাকে দিয়ে রান্না হবে না তা আপনি জানেন, তাই এইসব ঝামেলাতেই যেতে চান না