কিছু মানুষ আছে যারা খুব সহজেই রেগে যায়, আর অল্পতেই বিরক্ত হয়ে যায়। তাই বলে কিন্তু তারা মানুষ হিসেবে খারাপ না, বরং এই হঠাৎ রেগে যাওয়া স্বভাবের জন্য তাদের বেশ কিছু ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। সেসব নিয়েই আজকের এই লিস্ট।
১. ছোটখাট ব্যাপারে হুট করেই আপনার মাথা গরম হয়ে যায়
via GIPHY
২. বন্ধুবান্ধব আর কাছের মানুষেরা আপনার রাগ সামলাতে সামলাতে কাহিল হয়ে যায়
via GIPHY
৩. অনেক সময় আপনি নিজেও ভুলে যান যে কি নিয়ে হঠাৎ এত রেগে গেলেন!
via GIPHY
৪. আপনার বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড এর সাথে হুটহাট রাগ করা নিয়ে ঝগড়া হওয়া একটা নিয়মিত ব্যাপার
via GIPHY
৫. প্রায়ই নিজের রাগ নিয়ে পরবর্তী সময়ে আপনার আফসোস হয়
via GIPHY
৬. আপনার মুড নিমিষেই অনেক ফুরফুরে অবস্থা থেকে একদম ভয়ানক বাজে হয়ে যেতে পারে
via GIPHY
৭. আপনার মনটা নরম হলেও এই হুটহাট রেগে যাওয়া স্বভাবের জন্য অনেকেই আপনাকে ভুল বোঝে
via GIPHY
৮. রাগ কন্ট্রোল করার জন্য আপনি নানারকম চেষ্টা করেন, কিন্তু বেশিরভাগ সময়ই ব্যর্থ হন!